ঐতিহ্যবাহী এই পুজোকে কেন্দ্র করে বিরাট মেলা বসে। হাজার হাজার মানুষ ভিড় করেন। এই মেলার মূল আকর্ষণ, কাঠের তৈরি চাকা গাড়ি, কাঠের পুতুল সহ নানা সামগ্রী। মায়ের আশীর্বাদ নিতে ও পুজো দিতে ভক্তরা এখানে ভিড় জমান।
আরও পড়ুনঃ নুরপুরে নদীর চড়ে ধাক্কা বিশালাকার বার্জের! নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক ঘটনা, আতঙ্কিত স্থানীয়রা
advertisement
পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পুরপ্রধান নবেন্দু মাহালী এই বিষয়ে বলেন, এই মূর্তি বহু প্রাচীন কাল থেকে একইরকমভাবে রয়েছে। এই এলাকার মানুষ এককালে দেউলঘাটা থেকে এই মূর্তিটি নিয়ে এসেছিল। ঐতিহাসিক নিদর্শনের মধ্যেই পড়ে এই মূর্তি। এখানে মন্দির করার আদেশ নেই তাই পাথরের নীচেই এই মূর্তি রাখা হয়। তবে এই বিরল মূর্তি সংরক্ষণের প্রয়োজন আছে বলে জানান তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শ্যাম পরামানিক নামে মেলায় আসা এক দর্শনার্থী জানান, ছোটবেলা থেকেই এই পুজো দেখে আসছেন। খুবই সুন্দরভাবে এই পুজো ও মেলা হয়। তাই প্রতিবছরই এই মেলায় আসেন। বিশ্বাস ও ভক্তির অংশ এই মেলা, তাঁদের এলাকার ঐতিহ্য। খেলাই চণ্ডী পুজো উপলক্ষে পুরুলিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য ফুটে ওঠে। ভক্তরা মাটির তৈরি হাতি ও ঘোড়ার নৈবেদ্য নিবেদন করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। বছরের পর বছর বজায় রয়েছে এই মেলার ঐতিহ্য।





