South 24 Parganas News: নুরপুরে নদীর চড়ে ধাক্কা বিশালাকার বার্জের! নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক ঘটনা, আতঙ্কিত স্থানীয়রা
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
South 24 Parganas News: কয়েক মাস আগে এই এলাকাতেই একটি জাহাজ এসে নদীর পাড়ে ধাক্কা মেরেছিল। এর কিছুদিনের মধ্যে নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকা।
নুরপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ নুরপুরের শ্রীপলতলায় নদীর চরে ধাক্কা মারল বার্জ, আতঙ্কিত স্থানীয়রা। জানা গিয়েছে, জে ২৪ নামের ওই বিশালাকার বার্জটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীর চরে এসে ধাক্কা মারে। এই ঘটনা দেখতে ভিড় জমান স্থানীয়রা।
বেশ কয়েক মাস আগে এই নুরপুর এলাকাতেই একটি জাহাজ এসে নদীর পাড়ে ধাক্কা মেরেছিল। এর কিছুদিনের মধ্যেই নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকা। তৎক্ষণাৎ বাঁধ পরিদর্শন করেছিলেন ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদ। তাঁর এবং প্রাশাসনিক আধিকারিকদের রিপোর্টের উপর ভিত্তি করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৎক্ষণাৎ বাঁধ সারানোর কাজ শুরু হয়। এরপর নতুন করে একটি বার্জ ধাক্কা মারায় স্থানীয় মানুষজন আতঙ্কিত। পূর্বের ঘটনার পুনরাবৃত্তি হলে তাঁরা খুব অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা করছেন।
advertisement
আরও পড়ুনঃ বেতন না মিললে জলও বন্ধ! বকেয়া মাইনের দাবিতে চরম হুঁশিয়ারি তিন জেলার পাম্প অপারেটরদের
যদিও স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওই এলাকার বিষয়টি সবসময় গুরুত্ব দিয়ে দেখা হয় বলে জানানো হয়েছে। এদিকে যে সময় বার্জটি নদীর চরে ধাক্কা মারে সেইসময় ভাটা চলছিল বলে খবর। এরপর জোয়ারের জল বাড়লে বার্জটি ভেসে ওঠে। এর প্রতিঘাত কী হবে সেটাই এখন দেখার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বেশ কয়েকমাস আগে এই রকম ঘটনা ঘটার কিছুদিন পর বাঁধ ভেঙেছিল। এবার যাতে আর তেমন কিছু না হয় সেই প্রার্থনা করছেন স্থানীয়রা। এই জলপথে কেন বারবার বার্জ এত কাছে চলে আসছে, সেই দিকটিও দেখার বিষয় রয়েছে। অন্যদিকে এই সময় হুগলি নদীতে প্রচুর পরিমাণে জাহাজ যাতায়াত করছে। তার ঢেউ নদীর পাড়ে ধাক্কা মারছে। সব মিলিয়ে, বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছেন স্থানীয়রা।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 16, 2026 3:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: নুরপুরে নদীর চড়ে ধাক্কা বিশালাকার বার্জের! নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক ঘটনা, আতঙ্কিত স্থানীয়রা










