Birbhum News: জয়দেব মেলায় ঝুঁকির সফর, শিশু মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাসের ছাদে পুণ্যার্থীরা

Last Updated:
জয়দেব এলাকায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনার রেশটুকুও নেই একদল পুণ্যার্থীর মধ্যে। বাসের ভিতরে জায়গা না থাকায় আট থেকে আশি সকলেই বাসের ছাদে উঠে পড়ছেন। ছাদে চড়া যাত্রী আস্তিক ঘোষ বলেন, "বাসে দাঁড়ানোর জায়গা নেই, মেলায় যেতেই হবে, তাই বাধ্য হয়ে ছাদে উঠছি।" অভিযোগ, চালক ও কন্ডাক্টররা জেনেও এই অনিয়মে প্রশ্রয় দিচ্ছেন।
1/5
প্রশাসনের কড়া নজরদারি ও সচেতনতার প্রচারকে উপেক্ষা করেই জয়দেব মেলায় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে। বৃহস্পতিবার ভোরে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার ফের দেখা গেল বাসের ছাদে গাদাগাদি করে পুণ্যার্থী পরিবহণের বিপজ্জনক দৃশ্য। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
প্রশাসনের কড়া নজরদারি ও সচেতনতার প্রচারকে উপেক্ষা করেই জয়দেব মেলায় প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত চলছে। বৃহস্পতিবার ভোরে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার ফের দেখা গেল বাসের ছাদে গাদাগাদি করে পুণ্যার্থী পরিবহণের বিপজ্জনক দৃশ্য।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
2/5
বৃহস্পতিবার ভোরে সিউড়ির রবীন্দ্রপল্লী সংলগ্ন রেল ফুকো এলাকায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মহম্মদবাজারের কাপিষ্ঠা গ্রামের ছয় বছরের শিশু সূর্য দাস দাদু দিদার সঙ্গে জয়দেব মেলায় যাচ্ছিল। চলন্ত বাসের এমার্জেন্সি দরজা আচমকা খুলে যাওয়ায় শিশুটি নিচে পড়ে যায়। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বৃহস্পতিবার ভোরে সিউড়ির রবীন্দ্রপল্লি সংলগ্ন রেল ফুকো এলাকায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মহম্মদবাজারের কাপিষ্ঠা গ্রামের ছয় বছরের শিশু সূর্য দাস দাদু দিদার সঙ্গে জয়দেব মেলায় যাচ্ছিল। চলন্ত বাসের এমার্জেন্সি দরজা আচমকা খুলে যাওয়ায় শিশুটি নীচে পড়ে যায়।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
পরিবারের অভিযোগ, শিশুটি পড়ে যাওয়ার পর চিৎকার করা হলেও চালক বাস থামাননি। ফলে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সূর্যর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
পরিবারের অভিযোগ, শিশুটি পড়ে যাওয়ার পর চিৎকার করা হলেও চালক বাস থামাননি। ফলে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সূর্যর। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
জয়দেব এলাকায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনার রেশটুকুও নেই একদল পুণ্যার্থীর মধ্যে। বাসের ভিতরে জায়গা না থাকায় আট থেকে আশি সকলেই বাসের ছাদে উঠে পড়ছেন। ছাদে চড়া যাত্রী আস্তিক ঘোষ বলেন,
জয়দেব এলাকায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনার রেশটুকুও নেই একদল পুণ্যার্থীর মধ্যে। বাসের ভিতরে জায়গা না থাকায় আট থেকে আশি সকলেই বাসের ছাদে উঠে পড়ছেন। ছাদে চড়া যাত্রী আস্তিক ঘোষ বলেন, "বাসে দাঁড়ানোর জায়গা নেই, মেলায় যেতেই হবে, তাই বাধ্য হয়ে ছাদে উঠছি।" অভিযোগ, চালক ও কন্ডাক্টররা জেনেও এই অনিয়মে প্রশ্রয় দিচ্ছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
বাসের ছাদে যাত্রী তোলা যে সম্পূর্ণ বেআইনি এবং চরম ঝুঁকিপূর্ণ, তা নিয়ে জেলা পুলিশ কড়া পদক্ষেপের কথা জানিয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন,
বাসের ছাদে যাত্রী তোলা যে সম্পূর্ণ বেআইনি এবং চরম ঝুঁকিপূর্ণ, তা নিয়ে জেলা পুলিশ কড়া পদক্ষেপের কথা জানিয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "আমরা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছি। যখনই বাসের ছাদে যাত্রী দেখা যাচ্ছে, তখনই বাস দাঁড় করিয়ে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে আইনত ব্যবস্থা এবং জরিমানা করা হচ্ছে।"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement