Birbhum News: জয়দেব মেলায় ঝুঁকির সফর, শিশু মৃত্যুর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বাসের ছাদে পুণ্যার্থীরা
- Reported by:Sudipta Garain
- local18
- Published by:Satabdi Adhikary
Last Updated:
জয়দেব এলাকায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনার রেশটুকুও নেই একদল পুণ্যার্থীর মধ্যে। বাসের ভিতরে জায়গা না থাকায় আট থেকে আশি সকলেই বাসের ছাদে উঠে পড়ছেন। ছাদে চড়া যাত্রী আস্তিক ঘোষ বলেন, "বাসে দাঁড়ানোর জায়গা নেই, মেলায় যেতেই হবে, তাই বাধ্য হয়ে ছাদে উঠছি।" অভিযোগ, চালক ও কন্ডাক্টররা জেনেও এই অনিয়মে প্রশ্রয় দিচ্ছেন।
advertisement
advertisement
advertisement
জয়দেব এলাকায় গিয়ে দেখা যায়, দুর্ঘটনার রেশটুকুও নেই একদল পুণ্যার্থীর মধ্যে। বাসের ভিতরে জায়গা না থাকায় আট থেকে আশি সকলেই বাসের ছাদে উঠে পড়ছেন। ছাদে চড়া যাত্রী আস্তিক ঘোষ বলেন, "বাসে দাঁড়ানোর জায়গা নেই, মেলায় যেতেই হবে, তাই বাধ্য হয়ে ছাদে উঠছি।" অভিযোগ, চালক ও কন্ডাক্টররা জেনেও এই অনিয়মে প্রশ্রয় দিচ্ছেন।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
বাসের ছাদে যাত্রী তোলা যে সম্পূর্ণ বেআইনি এবং চরম ঝুঁকিপূর্ণ, তা নিয়ে জেলা পুলিশ কড়া পদক্ষেপের কথা জানিয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, "আমরা প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছি। যখনই বাসের ছাদে যাত্রী দেখা যাচ্ছে, তখনই বাস দাঁড় করিয়ে তাদের নামিয়ে দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে আইনত ব্যবস্থা এবং জরিমানা করা হচ্ছে।"ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই









