TRENDING:

Purulia News: ৩৮ বছরের দেশসেবা শেষে ঘরে ফেরা! পুরুলিয়ায় প্রাক্তন বিএসএফ জওয়ানকে রাজকীয় সংবর্ধনা, ঢাক-ঢোল-বাজনায় উৎসবের আবহ

Last Updated:

Purulia News: প্রায় ৩৮ বছরের দীর্ঘ কর্মজীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে অবশেষে অবসর গ্রহণ করে নিজের গ্রামে ফিরে এলেন এই বিএসএফ জওয়ান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাসঃ দেশসেবায় দীর্ঘ প্রায় চার দশক কাটিয়ে অবশেষে অবসর গ্রহণ করে নিজের জন্মভূমিতে ফিরলেন পুরুলিয়ার বিএসএফ জওয়ান নবকৃষ্ণ রায়। পুরুলিয়ার রঘুনাথপুরের মৌতড় গ্রামে তিনি পা রাখতেই আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। দীর্ঘদিন পর গ্রামের মাটিতে ফিরে আসা এই প্রাক্তন জওয়ানকে ঘিরে ধরে ভালবাসা, সম্মান ও গর্বের আবহ। গ্রামের মানুষজন ঢাক-ঢোল, বাজনা ও ফুলের মালা দিয়ে তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান।
advertisement

দেশের সীমান্তরক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে বহু বছর পরিবার, পরিজন ও গ্রাম থেকে দূরে কাটাতে হয়েছে নবকৃষ্ণবাবুকে। অবসর জীবনের শুরুতেই নিজের শিকড়ে ফিরে এসে গ্রামের মানুষের অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি আপ্লুত হয়ে পড়েন। গ্রামের প্রবীণদের পাশাপাশি যুবক-যুবতীরাও তাঁর সাহস, ত্যাগ ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেন। সকলের মুখে ছিল একটাই কথা, এমন দেশসেবকের জন্য গর্বিত গোটা গ্রাম।

advertisement

আরও পড়ুনঃ একটার দামই ২০০০ টাকা! কালনার মেলায় বিক্রি হচ্ছে দৈত্যাকার মিষ্টি, দূরদূরান্ত থেকে কিনতে আসছে লোকজন

জানা যায়, ১৯৮৭ সালে সীমান্তরক্ষা বাহিনীতে যোগ দেন নবকৃষ্ণ রায়। কর্মজীবনের প্রথম দীর্ঘ একুশ বছর তিনি কাশ্মীরের দুর্গম পাহাড়ি এলাকায় কর্তব্যরত ছিলেন। এরপর রাজস্থান হয়ে বাংলার সীমান্ত এলাকায়ও দায়িত্ব পালন করেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষ্ণনগরের ঢেলাই চণ্ডী দেবীর মন্দির, গাছের ডালে মাটির ঢেলা ঝুলিয়ে দেওয়া হয় পুজো
আরও দেখুন

প্রায় ৩৮ বছরের দীর্ঘ কর্মজীবনে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে অবশেষে অবসর গ্রহণ করে নিজের গ্রামে ফিরে এলেন এই বিএসএফ জওয়ান। গ্রামের মাটিতে তাঁর এই প্রত্যাবর্তন যেন শুধু একজন সৈনিকের বাড়ি ফেরা নয়, বরং দেশপ্রেম ও আত্মত্যাগের এক জীবন্ত উদাহরণ হয়ে রইল।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: ৩৮ বছরের দেশসেবা শেষে ঘরে ফেরা! পুরুলিয়ায় প্রাক্তন বিএসএফ জওয়ানকে রাজকীয় সংবর্ধনা, ঢাক-ঢোল-বাজনায় উৎসবের আবহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল