TRENDING:

Purulia News: সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাহিত্যচর্চার ডাক কাশীপুর বইমেলায়! কবি-সাহিত্যিকদের কলমে ফুটে উঠুক জেলার ইতিহাস, লোককথা

Last Updated:

Purulia Book Fair: পুরুলিয়া জেলার বহু অজানা ইতিহাস ও লোককথা রয়েছে, যা নতুন প্রজন্মের কাছে কবি-সাহিত্যিকরা আকর্ষণীয়ভাবে তুলে ধরেন তাহলে বইয়ের প্রতি আগ্রহ বাড়বে ছেলে-মেয়েদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: বর্তমান সময়ে ক্লাসিক সাহিত্য পাঠের প্রবণতা অনেকটাই কমে এসেছে। বিশেষ করে যুবসমাজের মধ্যে বই পড়ার আগ্রহ আগের তুলনায় কম লক্ষ্য করা যাচ্ছে। এমন পরিস্থিতিতে বর্তমান প্রজন্মকে মাথায় রেখে কবি-সাহিত্যিকরা যদি নতুন ধারার বই লেখেন, তবে তরুণ সমাজের মধ্যে বই পড়ার আগ্রহ আরও বাড়বে, এমনটাই মত পুরুলিয়া জেলার কাশীপুর বইমেলায় আসা বহু যুবক-যুবতীদের।
advertisement

তাদের মতে, নিজের জেলার অজানা ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে উপস্থাপন করা এখন অত্যন্ত প্রয়োজন। পুরুলিয়া জেলার বহু অজানা ইতিহাস ও লোককথা রয়েছে, যা নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয়ভাবে তুলে ধরা গেলে তারা বইয়ের প্রতি আরও আগ্রহী হবে।

আরও পড়ুনঃ আবর্জনার ভাগাড় থেকে জেলার গর্ব! বোলপুরের এই স্কুলে ‘সবুজ বিপ্লব’, মাত্র ৩ বছরে ভোলবদলে দিলেন প্রধান শিক্ষক

advertisement

এ প্রসঙ্গে পুরুলিয়ার বিশিষ্ট কবি অধীর কুমার হালদার বলেন, “আগেকার দিনে মূলত ধর্মীয় বিষয় ভিত্তিক অনেক বই লেখা হত। কিন্তু বর্তমান সময়ে সেই ধরনের বই পড়তে আজকের প্রজন্ম তেমন আগ্রহ দেখাচ্ছে না। তাই আমাদের উচিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজকের প্রজন্মের উপযোগী বই লেখা এবং তা তাদের হাতে তুলে দেওয়া। বিশেষ করে পুরুলিয়ার অজানা ইতিহাস, লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে লেখা হলে বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের মধ্যে স্বাভাবিকভাবেই সেগুলো জানার একটা আগ্রহ তৈরি হবে।”

advertisement

View More

আরও পড়ুনঃ ফালাকাটায় রাত হলে দেখা মিলছে চারপেয়ে ছায়ামূর্তির! শোনা যাচ্ছে গর্জন, লেপার্ড আতঙ্কে কাঁটা শহর

অন্যদিকে কাশীপুর বইমেলা কমিটির সম্পাদক সৌমেন বেলথরিয়া বলেন, “বর্তমান যুবসমাজকে আরও বেশি করে বইমুখী করে তুলতেই কাশীপুর বইমেলার আয়োজন। যেখানে এলাকার প্রত্যেকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। যাতে ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে তাদের বন্ধন গড়ে ওঠে।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কাপড়ের উপর শিল্পীদের অভিনব হাতের কাজ! পুরুলিয়ার মুখোশ গ্রামের নতুন ট্রেন্ড কাপড়ের মুখোশ
আরও দেখুন

কাশীপুর বইমেলায় এমন মতামত উঠে আসায় স্পষ্ট, বইয়ের বিষয়বস্তু ও উপস্থাপনার ধরনে সময়োপযোগী পরিবর্তন আনতে পারলেই আবারও যুবসমাজকে বইয়ের জগতে ফিরিয়ে আনা সম্ভব।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাহিত্যচর্চার ডাক কাশীপুর বইমেলায়! কবি-সাহিত্যিকদের কলমে ফুটে উঠুক জেলার ইতিহাস, লোককথা
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল