advertisement

Leopard Scare: ফালাকাটায় রাত হলে দেখা মিলছে চারপেয়ে ছায়ামূর্তির! শোনা যাচ্ছে গর্জন, লেপার্ড আতঙ্কে কাঁটা শহর

Last Updated:

Alipurduar Leopard Scare: রাত হলেই শহরের রাস্তায় দেখা যাচ্ছে তাকে। অনেকে শুনেছেন তার গর্জন। শীতের রাতে অজানা অতিথি ঘুরে বেরচ্ছে ফালাকাটা শহরে। লেপার্ড আতঙ্কে সন্ধ্যার পর ফাঁকা হয়ে যাচ্ছে এলাকা।

+
ফালাকাটায়

ফালাকাটায় লেপার্ড আতঙ্ক

ফালাকাটা, আলিপুরদুয়ার, অনন্যা দে: রাত হলেই শহরের রাস্তায় দেখা যাচ্ছে তাকে। অনেকে শুনেছেন তার গর্জন। শীতের রাতে অজানা অতিথি ঘুরে বেরচ্ছে ফালাকাটায়। আতঙ্ক ছড়িয়েছে শহরে।
রাতে ছায়ামূর্তিটি দেখে অনেকের মনে হয়েছে সেটি লেপার্ড। ঠিক এক বছর আগে ফালাকাটা শহরে ঘুরে বেরিয়েছিল বুনো হাতি। বারবার বন্যপ্রাণীর বিচরণের ক্ষেত্র হয়ে উঠছে ফালাকাটা শহর। এবারে শহরের এক নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লী এবং দুই নম্বর ওয়ার্ডের দুই মাইল এলাকায় লেপার্ড ঘুরে বেড়ানোর সম্ভাবনা আসছে। এরপর ভয়ে কাঁটা শহরবাসী। হঠাৎ লোকালয়ে  লেপার্ডের উপস্থিতির খবরে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত ব্যাহত হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ পাহাড়ে ঠান্ডার স্পেল, দার্জিলিংয়ে বরফ পড়ার সম্ভাবনা! কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, জানুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক নম্বর ওয়ার্ডের আশুতোষ পল্লীর বাসিন্দা অনুপ পোদ্দার দাবি করেন, “আমি প্রায় রাতে নিজের বাড়ির পিছনের দিকে দুটি লেপার্ড দেখতে পাই। এরপর বন দফতরে বিষয়টি জানাই।” তাঁর এই দাবির পরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে দুই নম্বর ওয়ার্ডের দুই মাইল এলাকাতেও লেপার্ড দেখা গিয়েছে বলে দাবি করেন স্থানীয় বাসিন্দারা। একাধিক মানুষ রাতের অন্ধকারে চলাচলের সময় লেপার্ডের ছায়ামূর্তি দেখতে পেয়েছেন বলে জানান।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লেপার্ড দেখার খবর ছড়িয়ে পড়তেই সন্ধ্যার পর ফাঁকা হয়ে যাচ্ছে এলাকা। শিশুদের বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছেন অভিভাবকেরা। অনেকেই রাতভর বাড়ির দরজা-জানালা বন্ধ করে রাখছেন। বন দফতরের তরফে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। বনকর্মীরা এলাকায় এসে খোঁজখবর নিচ্ছেন এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Leopard Scare: ফালাকাটায় রাত হলে দেখা মিলছে চারপেয়ে ছায়ামূর্তির! শোনা যাচ্ছে গর্জন, লেপার্ড আতঙ্কে কাঁটা শহর
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন পূর্বাভাস
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন
  • শীতের ঝাঁজ অনেকটাই কমেছে

  • রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে?

  • জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement