advertisement

Birbhum News: আবর্জনার ভাগাড় থেকে জেলার গর্ব! বোলপুরের এই স্কুলে 'সবুজ বিপ্লব', মাত্র ৩ বছরে ভোলবদলে দিলেন প্রধান শিক্ষক

Last Updated:

Birbhum News: শান্তিনিকেতন থানার অন্তর্ভুক্ত পারুলডাঙা গ্রামে অবস্থিত বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় মূলত পিছিয়ে পড়া ও প্রান্তিক পরিবারের পড়ুয়াদের শিক্ষা দেওয়ার লক্ষ্যে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। 

+
বোলপুর

বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়

বীরভূম,সৌভিক রায়: স্কুল জীবন প্রত্যেকের জীবনে এক গুরুত্বপূর্ণ সময়। এই স্কুল থেকেই শুরু হয় শিক্ষার অর্জন, শুরু হয় জীবনে এগিয়ে যাওয়ার লড়াই। শিক্ষক-শিক্ষিকাদের হাত ধরে শুরু হয় আগামী প্রজন্মের টিকে থাকার গল্প। ঠিক তেমন বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্ভুক্ত পারুলডাঙা গ্রামে অবস্থিত বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় মূলত পিছিয়ে পড়া ও প্রান্তিক পরিবারের পড়ুয়াদের শিক্ষা দেওয়ার লক্ষ্যে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান।
এই বিদ্যালয় আজ জেলার কাছে শিক্ষা, পরিবেশ ও সচেতনতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে। বিদ্যালয়ের আওতায় থাকা প্রায় ২৬-২৭ বিঘা জমি একসময় ছিল সম্পূর্ণ অবহেলিত, কেউ ঘুরেও দেখেনি সেই জমির দিকে। এলাকাটি সম্পূর্ণ আবর্জনায় পরিপূর্ণ থাকতো, মৃত পশুপাখি ও আবর্জনা ফেলা থেকে শুরু করে নির্জনতার সুযোগ নিয়ে চলছে সমাজবিরোধী কাজও।
advertisement
আরও পড়ুনঃ ফালাকাটায় রাত হলে দেখা মিলছে চারপেয়ে ছায়ামূর্তির! শোনা যাচ্ছে গর্জন, লেপার্ড আতঙ্কে কাঁটা শহর
এরপর বদলায় সেই চিত্র। ২০২২ সালে স্কুলের দায়িত্ব গ্রহণ করেন প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস। তিনি দায়িত্বভার গ্রহণ করার পরেই এই জমিকে দখলমুক্ত করে বিদ্যালয়ের কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছিলেন। যেমন চিন্তা ঠিক তেমনই কাজ। প্রথমে ছোট পরিসরে ভুট্টা ও সূর্যমুখী চাষ এবং একটি কিচেন গার্ডেন তৈরি করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জয়নগরে বহুরূপী প্রতিযোগিতা! গ্রামবাংলার হারিয়ে যাওয়া স্মৃতি চাঙ্গা, এমন নিখুঁত রূপসজ্জা না দেখলে বিশ্বাস হবে না
সেই সাফল্যের পর ধাপে ধাপে প্রায় ১০ থেকে ১২ বিঘা জমিতে গড়ে ওঠে একটি সুবিশাল জৈব সারের বাগান। বর্তমানে এখানে প্রায় ১৮৫ প্রজাতির ফুল, ফল ও শাকসবজি চাষ হচ্ছে, সম্পূর্ণভাবে রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই। এই বাগান আজ ছাত্রছাত্রীদের জন্য একটি জীবন্ত শিক্ষাকেন্দ্র।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পড়াশোনার পাশাপাশি তারা প্রকৃতি, কৃষি ও পরিবেশ সম্পর্কে হাতে-কলমে শিক্ষা পাচ্ছে। শিক্ষক-শিক্ষিকারাও আন্তরিকতার সঙ্গে এই কাজে যুক্ত রয়েছেন। বিদ্যালয়ের এই উদ্যোগ দেখতে এখন স্থানীয় মানুষও ভিড় জমাচ্ছেন। তবে পরিকাঠামোর জন্য সরকারি সহায়তা পেলে এই সবুজ উদ্যোগ আরও বড় পরিসরে বাস্তবায়িত হবে বলেই আশা স্কুল কর্তৃপক্ষের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: আবর্জনার ভাগাড় থেকে জেলার গর্ব! বোলপুরের এই স্কুলে 'সবুজ বিপ্লব', মাত্র ৩ বছরে ভোলবদলে দিলেন প্রধান শিক্ষক
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন পূর্বাভাস
শীতের ঝাঁজ অনেকটাই কমেছে, রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে? জেনে নিন
  • শীতের ঝাঁজ অনেকটাই কমেছে

  • রাজ্যে ঠান্ডা ফেরার কি আর কোনও সম্ভাবনা রয়েছে?

  • জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement