advertisement

Jaynagas News: জয়নগরে বহুরূপী প্রতিযোগিতা! গ্রামবাংলার হারিয়ে যাওয়া স্মৃতি চাঙ্গা, এমন নিখুঁত রূপসজ্জা না দেখলে বিশ্বাস হবে না

Last Updated:
South 24 Parganas jaynagar News: জয়নগরে বহুরূপী প্রতিযোগিতার আয়োজন। এখানে যে যেমন খুশি সাজতে পারে। সাজের কোনও থিম থাকে না। তাই কেউ মশা, কেউ স্ট্যাচু, যীশু খ্রীষ্ট কেউ আবার করোনা সেজেছে। জেলার বাইরে থেকেও এসেছেন বহুরূপী শিল্পী।
1/6
একটা সময় গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলত রূপসজ্জা প্রতিযোগিতা। যাকে অনেকেই বলে থাকেন বহুরূপী প্রতিযোগিতা। তবে এখন আর সেভাবে দেখা মেলে না। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার একটি গ্রামে দেখা মিলল এই রূপসজ্জা প্রতিযোগিতার। (তথ্য ছবি সুমন সাহা)
একটা সময় গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মিলত রূপসজ্জা প্রতিযোগিতা। যাকে অনেকেই বলে থাকেন বহুরূপী প্রতিযোগিতা। তবে এখন আর সেভাবে দেখা মেলে না। কিন্তু দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর থানা এলাকার একটি গ্রামে দেখা মিলল এই রূপসজ্জা প্রতিযোগিতার। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
2/6
রূপসজ্জা মানে যে যেমন খুশি সাজো। এখানে সাজের কোনও থিম বলা থাকে না। যে যেমন খুশি সে তেমনভাবেই সাজতে পারে। আর তাই ভিন্ন ভিন্ন রূপে দেখা মিলল খুদেদের। কেউ মশা, কেউ কুমির কেউ আবার করোনা সেজেছে। এ ছাড়া আরও অনেক কিছু বহুরূপী সাজের দেখা মিলল। 
রূপসজ্জা মানে যে যেমন খুশি সাজো। এখানে সাজের কোনও থিম বলা থাকে না। যে যেমন খুশি সে তেমনভাবেই সাজতে পারে। আর তাই ভিন্ন ভিন্ন রূপে দেখা মিলল খুদেদের। কেউ মশা, কেউ কুমির কেউ আবার করোনা সেজেছে। এ ছাড়া আরও অনেক কিছু বহুরূপী সাজের দেখা মিলল। 
advertisement
3/6
এলাকার কয়েকজন যুবক তাদের নিজস্ব উদ্যোগে ফিরিয়ে আনলেন বাংলার বিলুপ্তপ্রায় গ্রামীণ শিল্প বহুরূপীকে। বহুরূপীকে থিম করেই আয়োজন করলেন এই মেলার। তারা এই মেলার নাম রেখেছেন, যেমন খুশি তেমন সাজো। মেলায় আগত প্রতিযোগীরা মঞ্চে নিজেদের যাচাই করলেন নিজেদের সৃষ্টির মধ্য দিয়ে। সবটাই ছিল অভিনবত্ব ও শৈল্পিক ভাবনার ছোঁয়ায়। 
এলাকার কয়েকজন যুবক তাদের নিজস্ব উদ্যোগে ফিরিয়ে আনলেন বাংলার বিলুপ্তপ্রায় গ্রামীণ শিল্প বহুরূপীকে। বহুরূপীকে থিম করেই আয়োজন করলেন এই মেলার। তারা এই মেলার নাম রেখেছেন, যেমন খুশি তেমন সাজো। মেলায় আগত প্রতিযোগীরা মঞ্চে নিজেদের যাচাই করলেন নিজেদের সৃষ্টির মধ্য দিয়ে। সবটাই ছিল অভিনবত্ব ও শৈল্পিক ভাবনার ছোঁয়ায়। 
advertisement
4/6
এদিনের এই প্রতিযোগিতা দেখতে উপচে পড়েছিল দর্শকের ভিড়। অন্যতম আকর্ষণ হিসেবে ছিল জীবন্ত স্ট্যাচু, টিয়া পাখি, যীশু খ্রীষ্ট। বহুরূপী হিসেবে ভিন্ন ভিন্ন রূপ ফুটিয়ে তুলেছে প্রতিযোগীরা। বাংলার লোকসংস্কৃতির সঙ্গে বহুরূপীদের ওতপ্রোত যোগ। 
এদিনের এই প্রতিযোগিতা দেখতে উপচে পড়েছিল দর্শকের ভিড়। অন্যতম আকর্ষণ হিসেবে ছিল জীবন্ত স্ট্যাচু, টিয়া পাখি, যীশু খ্রীষ্ট। বহুরূপী হিসেবে ভিন্ন ভিন্ন রূপ ফুটিয়ে তুলেছে প্রতিযোগীরা। বাংলার লোকসংস্কৃতির সঙ্গে বহুরূপীদের ওতপ্রোত যোগ। 
advertisement
5/6
একটা সময় প্রায়ই গ্রামবাংলায় বিভিন্ন মেলায় সং বা বহুরূপীদের দেখা মিলত। কিন্তু সময়ের স্রোতে তাঁরা আজ হারিয়ে যেতে বসেছেন। বাংলার এই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে নব প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এক উদ্যোক্তা জানান, 'এতে বাচ্চারা এই সাজে সেজে যতটা খুশি তার পাশাপাশি দর্শকদের আনন্দ দিতে পেরে আমরা অত্যন্ত খুশি।'
একটা সময় প্রায়ই গ্রামবাংলায় বিভিন্ন মেলায় সং বা বহুরূপীদের দেখা মিলত। কিন্তু সময়ের স্রোতে তাঁরা আজ হারিয়ে যেতে বসেছেন। বাংলার এই ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে নব প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এক উদ্যোক্তা জানান, 'এতে বাচ্চারা এই সাজে সেজে যতটা খুশি তার পাশাপাশি দর্শকদের আনন্দ দিতে পেরে আমরা অত্যন্ত খুশি।'
advertisement
6/6
যদিও আজ অনেকে এই বহুরূপী সাজকে তাদের নিজেদের পেশা হিসেবেও বেছে নিয়েছে। তাই পেটের টানে অনেকে দূর দূরান্ত এমনকি জেলার বাইরে থেকেও এসেছে এই রূপসজ্জা প্রতিযোগিতায় নিজের রূপকে ফুটিয়ে তুলতে এবং দর্শকদের মন কাড়তে। (তথ্য ছবি সুমন সাহা)
যদিও আজ অনেকে এই বহুরূপী সাজকে তাদের নিজেদের পেশা হিসেবেও বেছে নিয়েছে। তাই পেটের টানে অনেকে দূর দূরান্ত এমনকি জেলার বাইরে থেকেও এসেছে এই রূপসজ্জা প্রতিযোগিতায় নিজের রূপকে ফুটিয়ে তুলতে এবং দর্শকদের মন কাড়তে। (তথ্য ছবি সুমন সাহা)
advertisement
advertisement
advertisement