১৯৩৭ সাল থেকে এই রীতিই চলে আসছে। প্রতিবছর মাঘ মাসে বরাবাজার মোদক সমিতির উদ্যোগে এই পুজো হয়। প্রায় ৩৫০-এরও বেশি মোদক পরিবার একত্রিত হয়ে এই পুজোর দায়িত্বভার পালন করেন। সারা বছর বরাবাজারবাসী এই পুজোর অপেক্ষায় থাকেন। এই পুজো জেলার ঐতিহ্য। কাতারে, কাতারে মানুষের সমাগম হয় এই পুজোকে কেন্দ্র করে। শুধু বরাবাজার নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় করেন এই গণেশ পুজো দেখার জন্য।
advertisement
এ বিষয়ে বরাবাজার মোদক সমিতির সদস্য সন্দীপ কর মোদক ও বাদল মোদক বলেন, বছরের পর বছর তাদের এই পুজো চলে আসছে। এ-বছরও মহাধুমধাম ও জাঁকজমকের সঙ্গে পুজোর আয়োজন হয়েছে। আগামী দিনেও তারা এই ভাবেই জাঁকজমকের সঙ্গে এই পুজো চালিয়ে যাবেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই গণেশ পুজোকে ঘিরে আনন্দ উৎসবে মেতে ওঠেন এলাকার মানুষজন। জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হন এই পুজোয়। হুম-যজ্ঞ, পুজা-পাঠ, অঞ্জলি , ব্রাহ্মণ ভজন সবকিছুই থাকে এই পুজোয়। মোদক সমিতির এই পুজো মোদক সম্প্রদায়ের গর্ব ও ঐতিহ্যের পুজো। তিনদিন ব্যাপী এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করেন বরাবাজারের আট থেকে আশি সকল বয়সী মানুষজন।





