TRENDING:

Ganesh Puja: ১৯৩৭-এ শুরু, আজও পালিত হচ্ছে ধুমধামে! ৩৫০ মোদক পরিবারের প্রয়াস, মাঘ মাসের গণেশ পুজোয় নজির পুরুলিয়ায়

Last Updated:

Purulia Ganesh Puja: ভক্ত সমাগমে মুখরিত বরাবাজার মোদক সমিতির গণেশ পুজো, ১৯৩৭ সাল থেকে চলে আসছে ঐতিহ্যবাহী এই পুজো!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বরাবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: একাধারে যখন বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ। সর্বত্রই উৎসবের আমেজ। ঠিক সেই সময় পুরুলিয়ায় দেখা যায় এক ব্যতিক্রমী চিত্র। কেননা, একই দিনে পুরুলিয়ার বরাবাজারে সরস্বতী পুজোর আমেজের মধ্যেই দেখা যায় গণেশ পুজো হতে। সরস্বতী পুজোর আগের দিন এই পুজোর সূচনা হয়ে থাকে। তিনদিন ব্যাপী চলে এই পুজো। ‌
advertisement

১৯৩৭ সাল থেকে এই রীতিই চলে আসছে। প্রতিবছর মাঘ মাসে বরাবাজার মোদক সমিতির উদ্যোগে এই পুজো হয়। ‌প্রায় ৩৫০-এরও বেশি মোদক পরিবার একত্রিত হয়ে এই পুজোর দায়িত্বভার পালন করেন। সারা বছর বরাবাজারবাসী এই পুজোর অপেক্ষায় থাকেন। ‌এই পুজো জেলার ঐতিহ্য। কাতারে, কাতারে মানুষের সমাগম হয় এই পুজোকে কেন্দ্র করে। শুধু বরাবাজার নয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ভিড় করেন এই গণেশ পুজো দেখার জন্য। ‌

advertisement

আরও পড়ুন: সালটা ১৯৪০, এপ্রিলের তীব্র গরম…! বাঁকুড়ায় পা পড়েছিল নেতাজির, সুভাষচন্দ্রের জন্মজয়ন্তীতে জানুন সেই অজানা কাহিনী

এ বিষয়ে বরাবাজার মোদক সমিতির সদস্য সন্দীপ কর মোদক ও বাদল মোদক বলেন, বছরের পর বছর তাদের এই পুজো চলে আসছে। এ-বছরও মহাধুমধাম ও জাঁকজমকের সঙ্গে পুজোর আয়োজন হয়েছে। আগামী দিনেও তারা এই ভাবেই জাঁকজমকের সঙ্গে এই পুজো চালিয়ে যাবেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
তিস্তার তীরে নেতাজির পদচিহ্ন, ইতিহাসের সাক্ষী জলপাইগুড়ি
আরও দেখুন

এই গণেশ পুজোকে ঘিরে আনন্দ উৎসবে মেতে ওঠেন এলাকার মানুষজন। জাতি, ধর্ম , বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হন এই পুজোয়। হুম-যজ্ঞ, পুজা-পাঠ, অঞ্জলি , ব্রাহ্মণ ভজন সবকিছুই থাকে এই পুজোয়। মোদক সমিতির এই পুজো মোদক সম্প্রদায়ের গর্ব ও ঐতিহ্যের পুজো। তিনদিন ব্যাপী এই পুজোর জন্য সারা বছর অপেক্ষা করেন বরাবাজারের আট থেকে আশি সকল বয়সী মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ganesh Puja: ১৯৩৭-এ শুরু, আজও পালিত হচ্ছে ধুমধামে! ৩৫০ মোদক পরিবারের প্রয়াস, মাঘ মাসের গণেশ পুজোয় নজির পুরুলিয়ায়
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল