TRENDING:

North 24 Parganas News: মর্মান্তিক বললেও কম বলা হয়! ধাক্কা মেরে সাইকেল আরোহীকে ১০ কিলোমিটার টেনে নিয়ে গেল চারচাকা, গাড়ি ফেলে চম্পট চালকের

Last Updated:

North 24 Parganas News: আহত সাইকেল আরোহীকে প্রায় ১০ কিলোমিটার রাস্তা গাড়ির সঙ্গে হিঁচড়ে নিয়ে যায় চালক। ভয়াবহ দৃশ্যে সবাই বাকরুদ্ধ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: বসিরহাটের বাদুড়িয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। রাস্তার এক ধার দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন কুমারেশ মণ্ডল। সেই সময় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গতিতে আসা একটি চারচাকা প্রাইভেট গাড়ি আচমকাই সাইকেলে ধাক্কা মারে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটে। ধাক্কা লাগার পরও থামেনি গাড়িটি।
বাদুড়িয়া থানা
বাদুড়িয়া থানা
advertisement

বরং আহত সাইকেল আরোহীকে প্রায় ১০ কিলোমিটার রাস্তা গাড়ির সঙ্গে হিঁচড়ে নিয়ে যায় চালক। এই ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন ভোরবেলার অন্যান্য পথচারীরা। সাইকেল আরোহীকে বাঁচাতে মরিয়া হয়ে তারা ইকো গাড়ির পিছনে ছুটতে শুরু করেন। চিৎকার, চেঁচামেচি সত্ত্বেও গাড়ি থামানো যায়নি। অবশেষে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করার পর একটি বাগানের ভিতর দিয়ে গাড়ি ঢুকিয়ে সরিষা ক্ষেতের মধ্যে গাড়িটি নামিয়ে রেখে পালিয়ে যায় চালক।

advertisement

আরও পড়ুন: মেক্সিকান চাওমিন বিক্রি করে পথকুকুরদের সেবা! স্কুলের খাদ্য মেলায় খুদে পড়ুয়ার মানবিকতায় মুগ্ধ গোটা জেলা

এরপর প্রত্যক্ষদর্শীরাই গুরুতর আহত অবস্থায় কুমারেশ মণ্ডলকে উদ্ধার করে প্রথমে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাইকেল ও দুর্ঘটনাগ্রস্ত ইকো গাড়িটিকে উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ইঞ্জিনের শব্দ ছাড়াই কংসাবতীর বুকে শান্তির ভ্রমণ, মুকুটমনিপুরের ডিঙ্গি নৌকার গল্প
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির নম্বর এবং গাড়িতে লেখা ফোন নম্বরের সূত্র ধরে চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, যে রাস্তা দিয়ে ইকো গাড়িটি এসেছিল, সেই রাস্তায় থাকা একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে ইকো গাড়ির চালক পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। বেপরোয়া গতি ও মানবিকতার চরম অভাবের জেরে এই পরিণতি। সবমিলিয়ে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: মর্মান্তিক বললেও কম বলা হয়! ধাক্কা মেরে সাইকেল আরোহীকে ১০ কিলোমিটার টেনে নিয়ে গেল চারচাকা, গাড়ি ফেলে চম্পট চালকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল