বরং আহত সাইকেল আরোহীকে প্রায় ১০ কিলোমিটার রাস্তা গাড়ির সঙ্গে হিঁচড়ে নিয়ে যায় চালক। এই ভয়াবহ দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন ভোরবেলার অন্যান্য পথচারীরা। সাইকেল আরোহীকে বাঁচাতে মরিয়া হয়ে তারা ইকো গাড়ির পিছনে ছুটতে শুরু করেন। চিৎকার, চেঁচামেচি সত্ত্বেও গাড়ি থামানো যায়নি। অবশেষে প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করার পর একটি বাগানের ভিতর দিয়ে গাড়ি ঢুকিয়ে সরিষা ক্ষেতের মধ্যে গাড়িটি নামিয়ে রেখে পালিয়ে যায় চালক।
advertisement
এরপর প্রত্যক্ষদর্শীরাই গুরুতর আহত অবস্থায় কুমারেশ মণ্ডলকে উদ্ধার করে প্রথমে রুদ্রপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাইকেল ও দুর্ঘটনাগ্রস্ত ইকো গাড়িটিকে উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ির নম্বর এবং গাড়িতে লেখা ফোন নম্বরের সূত্র ধরে চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি, যে রাস্তা দিয়ে ইকো গাড়িটি এসেছিল, সেই রাস্তায় থাকা একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে ইকো গাড়ির চালক পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে। বেপরোয়া গতি ও মানবিকতার চরম অভাবের জেরে এই পরিণতি। সবমিলিয়ে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।






