TRENDING:

Madhyamgram Fire: মৃত্যুতেও শিক্ষা হয়নি! ফিরে এল মধ্যমগ্রামে রঙের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের স্মৃতি, অগ্নিনির্বাপক ব্যবস্থায় চূড়ান্ত গলদ

Last Updated:

Madhyamgram Paint Warehouse Fire: মধ্যমগ্রামে ফের রঙের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। পরপর দু’বার বিস্ফোরণ তারপরেই ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তে শ্রমিকরা বেরিয়ে আসেন কারখানা থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ফের মধ্যমগ্রামে রঙের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদু দীঘবেরিয়া দু’নম্বর গেট এলাকার একটি রঙ ও কেমিক্যালের গোডাউনে বৃহস্পতিবার আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গোডাউনটি। সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
দাউ দাউ করে জ্বলছে মধ্যমগ্রামের রঙের গোডাউন
দাউ দাউ করে জ্বলছে মধ্যমগ্রামের রঙের গোডাউন
advertisement

জানা গিয়েছে, ঘটনার সময় কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে পরপর দু’বার বিস্ফোরণের শব্দ শোনা যায়, তারপরই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ধারণা, কোনও রঙের ড্রাম ফেটে যাওয়ার ফলেই আগুন দ্রুত গতিতে ছড়ায়। তবে ঘটনার মুহূর্তে শ্রমিকরা বাইরে বেরিয়ে আসায় বড়সড় প্রাণহানির আশঙ্কা এড়ানো গিয়েছে বলে স্থানীয়দের একাংশ দাবি করেছেন। যদিও গোডাউনের ভিতরে কেউ আটকে আছেন কি না, তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়।

advertisement

আরও পড়ুনঃ শখের সুন্দরবন ভ্রমণে বিপদের আশঙ্কা! প্রাণ হাতে নিয়ে নদীবক্ষে লঞ্চ সফর, পর্যাপ্ত জেটির দাবি পর্যটন ব্যবসায়ীদের

খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় দমকলকর্মীদের যথেষ্ট বেগ পেতে হয়। পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী প্রয়োজনে আরও ইঞ্জিন আনা হতে পারে বলে দমকল সূত্রে জানানো হয়েছে। দমকলের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর কাজে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও। ঘটনাস্থলের পাশেই একটি ডায়াপারের কারখানা থাকায় উদ্বেগ আরও বেড়ে যায়। যদিও আপাতত ওই কারখানাটি নিরাপদে রয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ ট্রাক উলটে কেলেঙ্কারি কাণ্ড! জাতীয় সড়কের উপর যত্রতত্র ছড়িয়ে রান্নার তেলের কাঁড়ি কাঁড়ি প্যাকেট, লোকজনকে আর ধরে রাখে কে

দমকল আধিকারিক অভিজিৎ ঘোষ জানান, তিনটি ইঞ্জিনের সাহায্যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে সম্পূর্ণভাবে আগুন নেভাতে কিছুটা সময় লাগবে। আপাতত কোনও হতাহতের খবর নেই। উল্লেখযোগ্যভাবে, এই একই এলাকায় এর আগেও একাধিকবার রঙ ও কেমিক্যালের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দু’বছর আগে এই গোডাউনেই আগুন লেগে একজনের মৃত্যু হয়েছিল।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
দস্যু দলপতির নামে গড়বাড়ি! নারায়ণগড়ের বিনয়গড়ে ইতিহাসের বিস্ময়কর সাক্ষী
আরও দেখুন

স্থানীয়দের অভিযোগ, আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও কারখানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় শিক্ষা নেয়নি। কারখানার ভিতরে অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও তা কার্যকর ছিল না বলেই দাবি করছেন স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। বারবার অগ্নিকাণ্ডের ঘটনার পরেও নিরাপত্তা ব্যবস্থা কেন জোরদার করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamgram Fire: মৃত্যুতেও শিক্ষা হয়নি! ফিরে এল মধ্যমগ্রামে রঙের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের স্মৃতি, অগ্নিনির্বাপক ব্যবস্থায় চূড়ান্ত গলদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল