পুজোর উদ্বোধনের পর থেকেই কলেজ মোড় এলাকায় মানুষের ঢল নেমেছে। আলোর ঝলকানি, শিল্পীসত্ত্বার নিখুঁত উপস্থাপনা এবং বিষয়বস্তুর গভীরতা একসঙ্গে মিশে তৈরি করেছে এক অনন্য আবহ। প্যান্ডেলের ভিতরে ঢুকলেই চোখে পড়ছে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রতীকী রূপ। তিরের ওপর শায়িত ভীষ্ম, পাশেই শূন্য সিংহাসন যেন যুদ্ধের পরিণতির নীরব সাক্ষী। রয়েছে শকুনির পাশা, যা মহাভারতের রাজনীতির কূটচাল ও ষড়যন্ত্রের কথা মনে করিয়ে দেয়।
advertisement
প্রতিটি শিল্পকর্মেই ফুটে উঠেছে যুদ্ধ, ধর্ম ও ন্যায়ের দ্বন্দ্ব। দর্শনার্থীরা থমকে দাঁড়িয়ে দেখছেন, ছবি তুলছেন, আবার অনেকেই শিল্পীদের ভাবনার প্রশংসা করছেন। মূল প্যান্ডেলটি বাইরে থেকে তৈরি হয়েছে যুদ্ধে ব্যবহৃত ঢাল ও বল্লমের আদলে। রাস্তার সামনেই দাঁড়িয়ে রয়েছে অতন্দ্র যোদ্ধার মূর্তি, যা আগত দর্শনার্থীদের এক মুহূর্তে নিয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্রের আবহে। প্যান্ডেলের গঠন, রং ও আলো-সব মিলিয়ে যেন এক জীবন্ত কুরুক্ষেত্র। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি কোণায় রাখা হয়েছে সূক্ষ্ম শিল্পকর্ম, যা দর্শকদের বিস্মিত করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মা সরস্বতীর কক্ষে আঁকা হয়েছে মহাভারতের নানা কাহিনি ও চিত্র। বিদ্যার দেবীর উপস্থিতির সঙ্গে যুক্ত হয়েছে জ্ঞান, ধর্ম ও ন্যায়ের প্রতীকী গল্প। আলোর সজ্জা আর মানুষের ভিড় দেখে অনেকেরই মনে হচ্ছে, এ যেন সরস্বতী পুজো নয়- দুর্গাপুজোরই আরেক রূপ। কলেজ মোড় টেন্টের এই থিম পুজো নিঃসন্দেহে এ বছর বাঁকুড়ার পুজো মানচিত্রে এক বিশেষ স্থান অর্জন করেছে।





