TRENDING:

West Medinipur News: রাজ্যে লাফিয়ে বাড়ছে বন্যপ্রাণের সংখ্যা! কেন প্রজননের জন্য আদর্শ জঙ্গলমহল? বাস্তুতন্ত্র সমৃদ্ধির বেশ কিছু কারণ সামনে আনলেন বিশেষজ্ঞরা

Last Updated:

West Medinipur News: পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার বিস্তীর্ণ বনাঞ্চলে নিয়মিতভাবে দেখা মিলছে হরিণ, বনশুয়োর, ময়ূর, হায়না এমনকি লেপার্ডের। জঙ্গলমহলে বন্যপ্রাণের সংখ্যা বৃদ্ধি পরিবেশ ও স্বাভাবিক বাস্তুতন্ত্রের ক্ষেত্রে বেশ উপকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনপুর, রঞ্জন চন্দ: জঙ্গলমহলে শুধু হাতির সংখ্যা বৃদ্ধি নয়, উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিভিন্ন বন্যপ্রাণীর উপস্থিতিও। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার বিস্তীর্ণ বনাঞ্চলে বর্তমানে নিয়মিতভাবে দেখা মিলছে হরিণ, বনশুয়োর, ময়ূর, হায়না এমনকি লেপার্ডেরও। নয়াগ্রাম ও বাঁকুড়ার জঙ্গল এলাকায় সাম্প্রতিক সময়ে হরিণের দেখা পাওয়ায় বন দফতরের আধিকারিকরাও আশাবাদী। যা নিঃসন্দেহে পরিবেশের ক্ষেত্রেও বেশ উপকারী।
advertisement

পশ্চিমাঞ্চলের মুখ্য বনপাল ইতিমধ্যেই জানিয়েছেন, জঙ্গলমহলে গত কয়েক বছরে বন্যপ্রাণীর সংখ্যা ক্রমাগত বেড়েছে। বিশেষ করে হাতির সংখ্যা গত কুড়ি বছরে প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। যা এই অঞ্চলের পরিবেশগত উন্নতিরই ইঙ্গিত দেয়। হাতির পাশাপাশি অন্যান্য প্রাণীর অস্তিত্ব ও বিস্তার জঙ্গলমহলের জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করছে।

আরও পড়ুনঃ শিল্পের ভাষায় আত্মত্যাগের স্মরণ! পুরুলিয়ায় খুদে শিল্পীদের হাতে তৈরি অভিনব সরস্বতী পুজোর মণ্ডপ, দেখুন

advertisement

বিশেষজ্ঞদের মতে, এই বৃদ্ধির পিছনে একাধিক কারণ রয়েছে। প্রথমত, জঙ্গলমহলের বনাঞ্চল এখনও তুলনামূলকভাবে স্বাভাবিক ও বিস্তৃত। শুধু তাই নয় বন্যপ্রাণীর বসবাসযোগ্য বিস্তৃত আবাসভূমি রয়েছে, যেখানে প্রাণীরা নিরাপদে বিচরণ করতে পারে। দ্বিতীয়ত, খাদ্যের প্রাচুর্য। ঘাস, ফলমূল ও ছোট প্রাণীর সহজলভ্যতা বন্যপ্রাণীদের টিকে থাকার ক্ষেত্রে সহায়ক হচ্ছে। পাশাপাশি, বন দফতরের নজরদারি বৃদ্ধি ও শিকার রোধে কড়া ব্যবস্থা নেওয়াও একটি বড় কারণ। একইভাবে মানুষের সচেতনতা আরও বেশি করে বন্যপ্রাণের স্বাভাবিক বিচরণে সাহায্য করেছে।

advertisement

View More

আরও পড়ুনঃ জঙ্গলে বেড়াতে এসে দুধপুলি, পাটিসাপটার স্বাদ! জলদাপাড়া টুরিস্ট লজে পর্যটকদের জন্য পিঠেপুলি উৎসবের আয়োজন, এখনই বুকিং করুন

এছাড়াও জঙ্গলমহলের আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন প্রাণীর প্রজননের জন্য অত্যন্ত অনুকূল বলে মনে করছেন পরিবেশবিদরা। বনাঞ্চলের জলাধার, পাহাড়ি ঢাল ও ঘন অরণ্য বন্যপ্রাণীদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করছে। এর ফলে শুধু হাতি নয়, অন্যান্য স্তন্যপায়ী ও পক্ষী প্রজাতির সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগর সম্ভব নয়, রায়মঙ্গলেই পুণ্যস্নান! মকর সংক্রান্তিতে সুন্দরবনে ভক্তির জোয়ার
আরও দেখুন

বন বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা নিঃসন্দেহে আশাব্যঞ্জক হলেও এর সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। সচেতনতা, বন সংরক্ষণ ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে জঙ্গলমহলের এই সমৃদ্ধ বন্যপ্রাণ জগতকে রক্ষা করার উদ্যোগ নিয়েছে বন বিভাগ। স্বাভাবিকভাবে জঙ্গলমহলে বন্যপ্রাণের সংখ্যা বৃদ্ধি পরিবেশ ও স্বাভাবিক বাস্তুতন্ত্রের ক্ষেত্রে বেশ উপকারী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Medinipur News: রাজ্যে লাফিয়ে বাড়ছে বন্যপ্রাণের সংখ্যা! কেন প্রজননের জন্য আদর্শ জঙ্গলমহল? বাস্তুতন্ত্র সমৃদ্ধির বেশ কিছু কারণ সামনে আনলেন বিশেষজ্ঞরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল