TRENDING:

Ganga Sagar Mela 2026: মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর

Last Updated:

মহাকুম্ভে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’র পর এবার গঙ্গাসাগর মেলায় ভাইরাল হয়ে উঠেছেন ‘লাইট বাবা’। 

advertisement
দক্ষিণ চব্বিশ পরগনা, গঙ্গাসাগর, সুমন সাহা: নতুন বছরের শুরুতেই বাংলার অন্যতম বৃহৎ ধর্মীয় সমাগম গঙ্গাসাগর মেলায় দেখা মিলল এক ব্যতিক্রমী সাধুর। মহাকুম্ভে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’-র পর এবার গঙ্গাসাগর মেলায় ভাইরাল হয়ে উঠেছেন ‘লাইট বাবা’। তাঁর উপস্থিতি ঘিরে ইতিমধ্যেই কৌতূহল ও উৎসাহের পারদ চড়েছে তুঙ্গে।
advertisement

লাইট বাবার চেহারা ও আচরণ অন্য সাধুদের থেকে একেবারেই আলাদা। ডান হাত নেই তাঁর। চোখে চশমা, সারা গায়ে ভস্ম মাখানো, নিজের নির্দিষ্ট আসনে বসেই তিনি যেন এক আলাদা আবহ তৈরি করে রেখেছেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয়, তাঁর সারা শরীরে জড়ানো রঙিন আলো। রাতের অন্ধকারে সেই আলোয় তাঁকে দেখলে অনেকেরই মনে পড়ে যায় কোনও রকস্টারের মঞ্চ উপস্থিতি। সাধুর এই অভিনব রূপ মুহূর্তের মধ্যেই ভক্তদের নজর কেড়েছে।

advertisement

আরও পড়ুন– ১৪ জানুয়ারি, ২০২৬ সূর্যের মকরে গোচর, ৬ রাশি হবে লাভবান ! জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

মেলায় আগত ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে লাইট বাবার কুটিরে। কেউ তাঁর আশীর্বাদ নিতে আসছেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় সেই মুহূর্ত বন্দি করতে ব্যস্ত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর সৌজন্যেই দ্রুত ভাইরাল হয়ে উঠেছেন এই সাধু।

advertisement

View More

আরও পড়ুন– ৫% কমিশনের জন্য কেরিয়ার ঝুঁকিতে ! স্ত্রীর সঙ্গেও বিরোধ প্রকাশ্যে, IAS অফিসার অভিষেক প্রকাশের কীর্তি হুলস্থূল ফেলেছে দেশে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে শুধু নলেন গুড় নয়, বাজার কাঁপাচ্ছে আখের গুড়ও! হাজার হাজার টাকা লাভ চাষিদের
আরও দেখুন

উল্লেখ্য, নতুন বছরে শুরু হয়ে যাওয়া গঙ্গাসাগর উৎসবে দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন পুণ্যস্নানের উদ্দেশ্যে। হাজার হাজার সাধু-সন্ন্যাসী, নাগা সাধু থেকে শুরু করে অঘোরীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে সাগরদ্বীপ। সেই বিপুল ভিড়ের মাঝেই নিজের স্বতন্ত্র উপস্থিতি দিয়ে আলাদা করে নজর কেড়েছেন লাইট বাবা। ধর্মীয় আবহের সঙ্গে আধুনিক আলোর মেলবন্ধন তাঁকে করে তুলেছে এবারের গঙ্গাসাগর মেলার অন্যতম আলোচিত মুখ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ganga Sagar Mela 2026: মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল