উদ্বোধনের পর অতিথি ও বিশিষ্টজনেরা ছাত্রীদের সাজানো স্টল ঘুরে দেখেন এবং নানা রকমের খাদ্যদ্রব্য ক্রয় করে উপভোগ করেন। স্টলগুলিতে ছিল কাঁকড়া পিঠে, গুড়পিঠে, পাটিসাপটা, ঘুগনি, ঝাল মুড়ি, পকোড়া, মাংসের পিঠে, লেটো, ছানা শীতল সহ আরও বহু ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার। ছাত্রীদের উদ্যোগ, পরিবেশন ও শৃঙ্খলা দেখে অতিথিবৃন্দ আনন্দ প্রকাশ করেন।
advertisement
আরও পড়ুনঃ পড়ুয়া বোঝাই টোটোয় বেপরোয়া বাইকের ধাক্কা! মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় আহত একাধিক ছাত্রছাত্রী
বিডিও উদয়নারায়ণ দে বলেন, এই ধরনের উদ্যোগ ছাত্রীদের মধ্যে ‘নিজের কাজ নিজে করো’ বার্তা পৌঁছে দেবে। পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা হাতেকলমে শেখার সুযোগ তৈরি হয়। প্রধান শিক্ষিকা পাপিয়া চ্যাটার্জী জানান, এটি বিদ্যালয়ের প্রথম বর্ষের ফুড ফেস্টিভ্যাল। ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী বছর আরও বৃহত্তর পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
এই ফুড ফেস্টিভ্যালে মোট ৩৫টি স্টল ছিল এবং সব স্টলের খাবার সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। এতে খুশি ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা। শিক্ষিকা অসীমা মান্ডি বলেন, এত আনন্দময় ফুড ফেস্টিভ্যাল আগে দেখিনি। ছাত্রীরা অত্যন্ত সুন্দরভাবে পিঠে প্রস্তুত করেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জাসমিনা খাতুন, শ্রাবণী দে, চন্দ্রা মুর্মু, স্বাগতা দে, অনিন্দিতা মুর্মু, অদ্রিজা কামিল্যা সহ শতাধিক ছাত্রী জানায়, জীবনে প্রথম এমন অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁরা খুবই আনন্দিত। সকলের সহযোগিতায় প্রথম বর্ষের ফুড ফেস্টিভ্যাল সার্বিক সাফল্য লাভ করেছে।





