Murshidabad News: পড়ুয়া বোঝাই টোটোয় বেপরোয়া বাইকের ধাক্কা! মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় আহত একাধিক ছাত্রছাত্রী
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Murshidabad News: হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত টোটোর চালক এবং এক ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ। আহত পাঁচ ছাত্রছাত্রী। বুধবার দুপুর নাগাদ মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত হারুয়া-গাইঘাটা মোড়ে কেবি রোডে ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন টোটো এবং মোটরসাইকেল চালকও।
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই সুতি থানার অন্তর্গত আহিরণ ফাঁড়ির পুলিশ এলাকায় পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত টোটোর চালক এবং এক ছাত্রের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল এবং টোটোটিকে আটক করা হয়েছে।
আরও পড়ুনঃ একইদিনে দক্ষিণ ২৪ পরগনার দুই প্রান্তে দু’টি ভয়াবহ দুর্ঘটনা! বীভৎসতায় শিউরে উঠলেন সকলে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ বীরভূমের রাজগ্রাম এলাকার একটি মাদ্রাসা থেকে টোটো করে মুর্শিদাবাদের সুতির গাইঘাটা গ্রামের কয়েকজন ছাত্রছাত্রী বাড়ি ফিরছিলেন। গাইঘাটা মোড়ের কাছাকাছি কেবি রোডের উপর দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল টোটোটিকে ধাক্কা মারে। মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের অভিঘাতে টোটোয় থাকা ছাত্রছাত্রীরা রাস্তার দু’ধারে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে হাত লাগান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহতদেরকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
advertisement
advertisement
স্থানীয় এক বাসিন্দা জানান, দুর্ঘটনাগ্রস্ত বাইকটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। গ্রামের রাস্তায় একটি বাঁকের কাছে উল্টো দিক থেকে আসা টোটোটিকে সময়মতো দেখতে না পেয়ে সেটিকে সজোরে গিয়ে ধাক্কা মারে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খাবিরুল শেখ নামে আহত এক ছাত্রের আত্মীয় জানান, দুর্ঘটনায় আহত হওয়া সকল পড়ুয়া বীরভূমের রাজগ্রামে একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ওই ছাত্ররা মাদ্রাসা থেকে নিজেদের বাড়ি ফিরছিল। টোটোটি গাইঘাটা মোড়ের কাছাকাছি পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে। এর ফলে টোটো এবং বাইকের সামনের অংশ দুমড়ে যায়। বাইক এবং টোটোতে থাকা সকলের চোট লেগেছে।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 21, 2026 2:50 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: পড়ুয়া বোঝাই টোটোয় বেপরোয়া বাইকের ধাক্কা! মুর্শিদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় আহত একাধিক ছাত্রছাত্রী









