Road Accident: একইদিনে দক্ষিণ ২৪ পরগনার দুই প্রান্তে দু'টি ভয়াবহ দুর্ঘটনা! বীভৎসতায় শিউরে উঠলেন সকলে
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Road Accident: সাতসকালে জেলার দুই প্রান্তে ভয়াবহ দুই দুর্ঘটনা। ভয়াবহতায় শিউরে উঠছেন সকলেই। দুই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।
বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ সাতসকালে জেলার দু’প্রান্তে দু’টি ভয়াবহ দুর্ঘটনা। পৈলানে বাস ও লরির রেষারেষির জেরে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। অপরদিকে কাকদ্বীপে একটি লরি সরাসরি দেওয়ালে ধাক্কা মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
পৈলানের ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং বাসের মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ সরস্বতী পুজোর আগে বাড়ছে তাপমাত্রা! আজ উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া, এক নজরে দেখুন লেটেস্ট আপডেট
ভয়াবহ দুর্ঘটনায় এসডি-১৬ বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। দুমড়েমুচড়ে গিয়েছে সামনের অংশ। এই ঘটনার জন্য লরি চালকের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয়রা। তিনি বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
advertisement
অপরদিকে কাকদ্বীপের ভুতো মোল্লার পোলে একটি লরি সরাসরি গিয়ে একটি দোকানে ধাক্কা মারে। ফলে ক্ষতিগ্রস্ত হয় দোকানের কিছু অংশ। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। লরিটিকে সেখান থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাকদ্বীপের ঘটনায় লরির চালক সারা রাত লরি চালিয়ে ক্লান্তি অনুভব করছিলেন বলে জানিয়েছেন। ফলে তাঁর চোখে ঘুম চলে আসে। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারেন বলে খবর। দু’টি ঘটনায় ইতিমধ্যেই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। কেন দু’টি ঘটনায় লরি জড়িত সেটাও দেখা হচ্ছে। ঘটনার কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভয়াবহতায় শিউরে উঠছেন সকলেই।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Jan 21, 2026 2:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Road Accident: একইদিনে দক্ষিণ ২৪ পরগনার দুই প্রান্তে দু'টি ভয়াবহ দুর্ঘটনা! বীভৎসতায় শিউরে উঠলেন সকলে










