TRENDING:

Bankura News: ঝুলন্ত বিদ্যুতের তারেই সর্বনাশ, চলন্ত খড়বোঝাই পিকআপ ভ্যানে দাউদাউ করে আগুন! শিউরে ওঠার মতো দৃশ্য

Last Updated:

Bankura News: স্থানীয়দের তৎপরতা ও দমকলের হস্তক্ষেপে আগুন নিয়ন্ত্রণে এলেও গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়, তবে কেউ হতাহত হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া,নীলাঞ্জন বন্দোপাধ্যায়: বাঁকুড়া জেলার বারিকুল পঞ্চায়েতের ছোটতুং–পূর্ণাপানি এলাকায় বুধবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা যায়, একটি খড়বোঝাই পিকআপ ভ্যান স্বাভাবিক গতিতেই রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় পূর্ণাপানি মোড়ের কাছে হঠাৎ রাস্তার ওপর ঝুলে থাকা একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়ে গাড়ির ওপর পড়ে। মুহূর্তের মধ্যেই সেই তার থেকে শর্ট সার্কিট হয়ে গাড়িতে বোঝাই খড়ে আগুন ধরে যায়।
জ্বলছে গাড়ি
জ্বলছে গাড়ি
advertisement

আচমকা আগুনের লেলিহান শিখা দেখে পথচলতি মানুষজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে পিকআপ ভ্যানের চালক ও স্থানীয় মানুষজন দ্রুত গাড়িটিকে রাস্তার পাশ থেকে সরিয়ে কাছাকাছি একটি পুকুরের ধারে নিয়ে গিয়ে দাঁড় করান। তবে ততক্ষণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গোটা গাড়িটি আগুনের গ্রাসে চলে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকা খড়ের আগুনে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

advertisement

আরও পড়ুন: জলে কুমির-ডাঙায় বাঘ, অথচ নেই বিমার রক্ষাকবচ! সরকারি প্রকল্পের সুবিধা চাইছে সুন্দরবন

আশপাশের দোকানপাট ও বাড়িঘর থেকে মানুষজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা পাশের পুকুর ও রাস্তার ধারের জলের ট্যাঙ্ক থেকে বালতি বালতি জল এনে আগুন নেভানোর চেষ্টা চালান। একই সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ চেষ্টার পর আগুন পুরোপুরি নিভলেও পিকআপ ভ্যান ও খড় সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
ছোট্ট আইডিয়া বদলে দিল ভাগ্য, পকেটে টাকার জোয়ার! অভাবের অতীত, বাজার কাঁপাচ্ছেন এই শিল্পীরা
আরও দেখুন

ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হলেও সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার পর পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারিকুল থানার পুলিশ। একই সঙ্গে রাস্তার ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তার নিয়ে বিদ্যুৎ দফতরের গাফিলতির অভিযোগও উঠতে শুরু করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: ঝুলন্ত বিদ্যুতের তারেই সর্বনাশ, চলন্ত খড়বোঝাই পিকআপ ভ্যানে দাউদাউ করে আগুন! শিউরে ওঠার মতো দৃশ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল