North 24 Parganas News: জলে কুমির-ডাঙায় বাঘ, অথচ নেই বিমার রক্ষাকবচ! সরকারি প্রকল্পের সুবিধা চাইছে সুন্দরবন

Last Updated:

North 24 Parganas News: মৎস্যজীবীদের জীবন ও জীবিকার সুরক্ষায় কেন্দ্র ও রাজ্যের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত স্থানীয়দের।

সুন্দরবন এলাকার মৎস্যজীবী 
সুন্দরবন এলাকার মৎস্যজীবী 
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: কেন্দ্রের মৎস্য প্রকল্প রাজ্যে চালুর দাবি সুন্দরবনের মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের জন্য সরকারের বিভিন্ন প্রকল্প অবিলম্বে চালু করার দাবি তুলেছেন সুন্দরবনের মৎস্যজীবীরা। তাদের অভিযোগ, নদী ও সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরলেও একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত।
সুন্দরবনের বিস্তীর্ণ নদী, খাঁড়ি ও সীমান্তবর্তী গভীর জঙ্গল এলাকায় প্রতিদিনই চরম ঝুঁকি নিয়ে মাছ ও কাঁকড়া সংগ্রহ করেন হাজার হাজার মৎস্যজীবী। একদিকে নদীর জলে কুমিরের আতঙ্ক, অন্যদিকে বনের ভেতরে রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়। এই দুইয়ের মাঝেই জীবিকা নির্বাহ করতে হয় তাদের। প্রাকৃতিক দুর্যোগ, জলোচ্ছ্বাস ও বন্যপ্রাণীর হামলার আশঙ্কা নিয়েই প্রতিদিন কাজে নামেন তারা।
advertisement
আরও পড়ুন: ছোট্ট আইডিয়া বদলে দিল ভাগ্য, পকেটে টাকার জোয়ার! অভাবের দিন পেরিয়ে বাজার কাঁপাচ্ছেন এই শিল্পীরা
মৎস্যজীবীদের দাবি, কেন্দ্র সরকার তাদের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা (PMMSY) সহ একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। কিন্তু সেই সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। যদিও রাজ্য সরকারের তরফে মৎস্যজীবীদের জন্য কিছু প্রকল্প চালু রয়েছে। তবে সুন্দরবনের মতো ঝুঁকিপূর্ণ অঞ্চলের মৎস্যজীবীদের জন্য তা পর্যাপ্ত নয় বলেই মত স্থানীয়দের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তাদের দাবি, কেন্দ্রের প্রকল্পগুলি রাজ্যে সম্পূর্ণভাবে কার্যকর হলে জীবনের ঝুঁকি কিছুটা হলেও কমবে এবং আর্থিক নিরাপত্তা মিলবে। এই পরিস্থিতিতে সুন্দরবনের মৎস্যজীবীদের অনেকেই স্পষ্ট দাবি তুলেছেন, সেই সমস্ত কেন্দ্রীয় প্রকল্প অবিলম্বে এই রাজ্যে, বিশেষ করে সুন্দরবনের মৎস্যজীবীদের জন্য কার্যকর করা হোক। মৎস্যজীবীদের জীবন ও জীবিকার সুরক্ষায় কেন্দ্র ও রাজ্য, উভয় সরকারেরই সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: জলে কুমির-ডাঙায় বাঘ, অথচ নেই বিমার রক্ষাকবচ! সরকারি প্রকল্পের সুবিধা চাইছে সুন্দরবন
Next Article
advertisement
Divorce: ৬৫ দিন সংসার, রাগ মেটাতে ১৩ বছরে ৪০ মামলা! দম্পতিকে জরিমানা করে ডিভোর্সের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
৬৫ দিন সংসার, রাগ মেটাতে ৪০ মামলা! দম্পতিকে জরিমানা করে ডিভোর্সের নির্দেশ সুপ্রিম কোর্টের
  • রাগ মেটাতে ১৩ বছরে পরস্পরের বিরুদ্ধে ৪০টি মামলা৷

  • দম্পতিকে জরিমানা করল সুপ্রিম কোর্ট৷

  • বিবাহবিচ্ছেদেরও নির্দেশ দিল শীর্ষ আদালত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement