নিপা ভাইরাসকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে উদ্বেগ বাড়ছে। বিভিন্ন জায়গায় সন্দেহভাজন সংক্রমণের খবর সামনে আসতেই রাজ্যের স্বাস্থ্য দফতর সতর্ক। জলপাইগুড়িতেও তার প্রভাব পড়েছে। মারাত্মক এই ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ধীরে ধীরে আতঙ্ক ছড়াচ্ছে।
আরও পড়ুনঃ পুণ্য অর্জনের সেরা সুযোগ, হাড়কাঁপানো শীত উপেক্ষা করে গঙ্গাসাগরে জনজোয়ার! দ্বিতীয় দিনেও স্নানের ধুম
advertisement
জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের মুখ্য চিকিৎসা আধিকারিক ডা. অসীম হালদার জানান, রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই নির্দিষ্ট নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশ মেনেই জেলার সর্বত্র পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। তাঁর কথায়, “কোনও ধরনের সংক্রমণের খবর পেলেই আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি। নিপা সহ অন্যান্য ভাইরাসজনিত রোগ মোকাবিলায় জেলা স্বাস্থ্য দফতর সম্পূর্ণ প্রস্তুত।”
নিপা ভাইরাস প্রতিরোধে জলপাইগুড়ির শহর ও গ্রামাঞ্চলে শুরু হয়েছে ব্যাপক সচেতনতা অভিযান। স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক করছেন। পাটকাতা কলোনি সহ শহরের একাধিক এলাকায় এই সচেতনতা প্রচারের ছবি ধরা পড়েছে। জ্বর, শ্বাসকষ্ট, মাথাব্যথা বা অস্বাভাবিক কোনও উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই বাদুড়ের সংস্পর্শ এড়িয়ে চলার উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। বাদুড় খাওয়া বা কামড় দেওয়া ফল না খাওয়া, কাঁচা ও খোলা ফল এড়িয়ে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকায় বাদুড়ের উপস্থিতি লক্ষ্য হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তবে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই সচেতনতা কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।





