আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জ এলাকা অন্যতম ব্যস্ত জনপদ। ঘনবসতিপূর্ণ এলাকা, যার কারণে এই এলাকায় সব রকমের পরিষেবা দিতে উদ্যোগী ব্লক প্রশাসন। প্রায় ছ’মাস আগে হ্যামিল্টনগঞ্জ সুভাষপল্লী এলাকায় প্রশাসনের আধিকারিক ও এলাকার গ্ৰাম পঞ্চায়েত প্রধান নোংরা আবর্জনা প্রতিটি ঘর থেকে সংগ্ৰহের গাড়ির সূচনা করেছিল।
advertisement
এলাকার বাসিন্দাদের ঘরে ঘরে দুটি বালতি দেওয়া হয়েছিল। একটায় পচনশীল র্বজ্য ও অন্যটায় অপচনশীল র্বজ্য জমা করা হবে এমনটা জানানো হয়েছিল। গাড়ি এসে সেগুলি নিয়ে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ নোংরা তোলার গাড়ির দেখা মেলে না। রোজ বালতি হাতে বাইরে বের হন বাড়ির মহিলারা। কিন্তু আসেনা কোনও গাড়ি।
এরপরই সেই নোংরাগুলির স্থান হয় রাস্তার পাশে। নয়তো কোনও নালায়। এলাকার বাসিন্দারা জানান গ্ৰাম পঞ্চায়েত থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল। এলাকার বাসিন্দারা ভেবেছিলেন, এলাকা এবার নোংরা আবর্জনা মুক্ত হবে। স্থায়ী সমস্যার সমাধান হবে কিন্ত ছ’মাস হয়ে গেলেও কোনও কাজ হল না।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েত উপপ্রধান মৌসুমী দাস জানান, “বিষয়টি আমরা খোঁজ খবর নিয়ে দেখছি কেন এই পরিস্থিতি হল। আমরা শীঘ্রই ব্যবস্থা গ্ৰহণ করব।”





