পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৩১ জানুয়ারি শনিবার বেলার দিকে কুকড়াহাটি গামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পি এইচ এর পানীয় জলের পাইপের লোহার খাঁচায় ধাক্কা মারে। এর পাশাপাশি বাসটি উল্টো দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে। বাসটি দুমড়ে মুচড়ে যায়। বাইকটিও দুমড়ে মুচড়ে যায়। রাস্তার ওপর ছিটকে পড়ে বাইক চালক ও দুই আরোহী। ঘটনাস্থলেই মারা যায় বাইক চালক ও দুই আরোহী।
advertisement
এ বিষয়ে ওই বাসে থাকা এক যাত্রী জানিয়েছেন, ‘বাসটি দ্রুত গতিতেই আসছিল। হলদিয়া মেচেদা রাজ্য সড়কের সুতাহাটা থানায় এলাকার ঘোষ মোড়ে রাস্তার পাশে থাকা জলের পাইপে ধাক্কা মারে। সেই সঙ্গে একটি বাইকে ধাক্কা মারে। বাইকে বাইকে থাকা চালক-সহ তিনজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। বাসে থাকা প্রায় ২০-২২ আহত হয়েছে। সবার মধ্যেই আতঙ্ক গ্রাস করছে।’
পুলিশ সূত্রে জানা যায় বাসটি দ্রুতগতিতে হলদিয়া টাউনশিপ থেকে কুকড়াহাটির দিকে আসছিল। আসার পথেই হলদিয়া মেচেদা রাজ্য সড়কের ঘোষ মোড়ে দুর্ঘটনায় কবলে পড়ে। বাসটি একটি বাইকে ধাক্কা মারে। বাইকে থাকা চালক-সহ তিনজনেরই মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, তিনজন একই পরিবারের। মৃত তিনজন হলেন অরূপ মণ্ডল বয়স ৫০, প্রতিমা মণ্ডল বয়স ৪৫ এবং সুজাতা মণ্ডল বয়স ১৩ বছর। ওই তিনজনেরই বাড়ি সুতাহাটা থানার কৃষ্ণনগর গ্রামে। তারা কোনও আত্মীয়র বাড়িতে যাচ্ছিল। অন্যদিকে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১০ জনের অবস্থার অবনতি হওয়ায়, তাদের তাম্রলিপ্ত গভারমেন্ট মেডিক্যাল কলেজ অ্যাণ্ড হাসপাতালে পাঠানো হয়েছে। সপ্তাহের শেষে এই বড়সড় বাস দুর্ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে হলদিয়ায়।






