আসানসোল পুরনিগমের অন্তর্গত কুলটির মিঠানি এলাকার রাস্তাকে কেন্দ্র করে এমনই ঘটনা ঘটেছে। যা নিয়ে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অবহেলিত এখানকার ৮ কিলোমিটার রাস্তা। আসানসোল পুরনিগমের আওতায় আট নম্বর বস্তি থেকে রাধানগর গ্রাম পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় দিনের পর দিন পড়েছিল। এলাকাবাসীর অভিযোগ, ২০ বছর ধরে এই রাস্তার কোনও সংস্কার হয়নি। পিডব্লুডি, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আসানসোল পুরনিগম কেউই এর দায়িত্ব নিতে চায়নি। শেষ পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য এগিয়ে এল জেলা পরিষদ।
advertisement
আরও পড়ুন: দিল্লির রাজপথে অবাক করা স্টান্ট দেখিয়ে নজির গড়লেন বাংলার সুজিত
আসানসোল পুর এলাকার মধ্যেই পড়ে এই রাস্তাটি। তবু জেলা পরিষদ এটি সারাইয়ের দায়িত্ব নেওয়ায় প্রশ্ন উঠছে। পাশাপাশি রাস্তার এতটা খারাপ অবস্থার জন্য আসানসোল পুরনিগমের অবহেলাকেই কাঠগড়ায় তুলছেন স্থানীয়রা।
রাস্তার অতি খারাপ অবস্থা দেখে সংস্কারে উদ্যোগী হয়েছে জেলা পরিষদ। তাও বছর কুড়ি পর। এরজন্য প্রায় ১৩ লক্ষ টাকা অনুমোদন করা হয়েছে। জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি রানিগঞ্জের জন প্রতিনিধি। তিনি তাঁর ফান্ড থেকে এই রাস্তাটি সংস্কারের জন্য টাকা অনুমোদন করেছেন। তবে সাধারণ মানুষের প্রশ্ন, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও পুরনিগম থাকতেও জেলা পরিষদকে কেন রাস্তা মেরামতের উদ্যোগ নিতে হচ্ছে?
নয়ন ঘোষ