North 24 Parganas News: দিল্লির রাজপথে অবাক করা স্টান্ট দেখিয়ে নজির গড়লেন বাংলার সুজিত

Last Updated:

প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার সুজিত মণ্ডলের স্টান্ট দেখে হতবাক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপস্থিত সকলে

উত্তর ২৪ পরগনা: প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে রেকর্ড বাঙালি যুবকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রধান অতিথি মিশরের রাষ্ট্রপতি ফাতাহ আবদেল এল সিসি সহ বহু ভিভিআইপির সামনে চোখ ধাঁধানো স্টান্ট দেখিয়ে সকলের নজর কেড়ে নিয়েছেন বাগদার সুজিত মণ্ডল। তিনি ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত।
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাইকের উপর ১৮ ফুটের লম্বা মই আর তার উপর বিশেষ কায়দায় চোখ ধাঁধানো স্টান্টের মাধ্যমে আড়াই কিলোমিটার পথ অতিক্রম করেন সুজিত। দর্শক আসনে তখন বসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মিশরের রাষ্ট্রপতি ফাতাহ আবদেল এল সিসি সহ বিশিষ্ট অতিথিরা। এই চোখ ধাঁধানো কেরামতির মাধ্যমে সকলের মন জয় করে নেন বাংলার সুজিত মণ্ডল। আর সেইসঙ্গে বিশ্ব রেকর্ডের খাতায় নাম তুলে ফেলেন ভারতীয় সেনাবাহিনীর এই কৃতি বঙ্গসন্তান।
advertisement
advertisement
জানা গিয়েছে, ২৬ জানুয়ারি ভারতের ৭৪ তম প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাজপথে সুজিত যে স্টান্ট দেখান তা দেখে সকলেই বিষয়ে হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি বাইকের উপর ১৮ ফুট ল্যাডার রেখে তার উপর চড়ে হাত ছেড়ে দিয়ে শরীরের ভারসাম্য বজায় রেখে আড়াই কিলোমিটার রাস্তা পাড়ি দেন! তাঁর এমন উপস্থাপনায় অবাক হয়ে যান প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে উপস্থিত সকলেই। বাগদার বারানসীপুর গ্রামের বাসিন্দা সুজিত মণ্ডল। গত ২০ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর ডেয়ার ডেভিল টিম কোর অফ সিগন্যাল বিভাগে হাবিলদার পদে কর্মরত। বর্তমানে মধ্যপ্রদেশের জব্বলপুরে কর্মরত সুজিত। প্রজাতন্ত্র দিবসে তাঁর এই স্ট্যান্ট প্রদর্শনের জন্য গত এক মাসের উপর তিনি দিল্লির রাজপথে কঠোর অনুশীলন চালান বলে জানা গিয়েছে। মোটর বাইকের উপর স্ট্যান্ট করে রেকর্ড গড়ার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই। অবশেষে মিলল সাফল্য।
advertisement
রুদ্রনারায়ণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দিল্লির রাজপথে অবাক করা স্টান্ট দেখিয়ে নজির গড়লেন বাংলার সুজিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement