South 24 Parganas News: রক্ষণশীলতার বেড়া ভেঙে মাদ্রাসায় বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

Last Updated:

সাংসদের সহযোগিতায় রক্ষণশীলতার বেড়া ভেঙে মাদ্রাসায় বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: শিক্ষা বিস্তারের ক্ষেত্রে স্কুলের অবদান অনেক। এই দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল ও মাদ্রাসার মাধ্যমে পড়াশোনা করা যায়। তবে গ্রামের দিকের ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় স্কুলে আসতে গিয়ে নানান সমস্যায় পড়তে হয়। বিশেষ করে মেয়েদের ঋতুস্রাবের সময় স্কুলে আসাটা বেশ সমস্যার বিষয় হয়ে যায়। এই অবস্থা বদলাতে বিভিন্ন স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো শুরু হয়েছে। যার মাধ্যমে ছাত্রীরা বিনামূল্যে স্যানিটারি প্যাড পাবে। এবার সেই তালিকায় নাম উঠল এক হাই মাদ্রাসার। যা রীতিমত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষা মহল।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগর-২ ব্লকের বকুলতলা এলাকার বাগমারী ইসলামিয়া হাই মাদ্রাসার পথচলা শুরু হয়েছিল ১৯৭২ সালে। এখানে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করে। দেখতে দেখতে সেই মাদ্রাসায় সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন শুরু হয়েছে।
advertisement
এই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংসদ প্রতিমা মণ্ডল তাঁর সাংসদ তহবিলের অর্থ থেকে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন কিনে দিয়েছেন। এদিকে জেলা পরিষদের অর্থে মাদ্রাসার তৃতীয় তলে শেড তৈরি হয়েছে। মঙ্গলবার সেই অনুষ্ঠানে যোগ দিয়ে জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, "ঋতুস্রাব চলাকালীন ছাত্রীরা স্কুলে আসতে চায় না। ভয়ে-লজ্জায় কাউকে ন্যাপকিনের কথা বলতে পারে না। তাই ৫ টাকার বিনিময়ে স্কুল চলাকালীন দুটি করে ন্যাপকিন তারা এই মেশিনের মাধ্যমে কিনে ব্যবহার করতে পারবে। এই মেশিন চালু হওয়ায় স্কুলছুটের সংখ্যা কমবে বলে দাবি করেন সাংসদ। এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন পেয়ে খুশি মাদ্রাসার ছাত্রীরা। তারা সাংসদকে ধন্যবাদ জানিয়েছে।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: রক্ষণশীলতার বেড়া ভেঙে মাদ্রাসায় বসল স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement