মৃতের এক আত্মীয় জানিয়েছেন, গোলাম কিবরিয়া নামের ওই যুবক কিছুদিন আগেই কাজ করতে এসেছিলেন। পানাগড় শিল্প তালুকে একটি বেসরকারি কারখানায় কাজে যোগ দিয়েছিলেন তিনি। ঠিকা শ্রমিক হিসেবে শুরু করেছিলেন কাজ। এদিন অন্যান্য দিনের মতোই কাজ করছিলেন তিনি। তখনই নেমে আসে ঘোর অন্ধকার।
আরও পড়ুন ঃ আবার গড়ে উঠুক সবুজ ভারত, এই আশা নিয়ে কেদারনাথের পথে যুবক
advertisement
কাজ করতে গিয়ে বিদ্যুতের খোলা তারে পা লেগে যায় ওই যুবকের। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় গোলামকে। তারপর তাকে নিয়ে যাওয়া হয় পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু সেখানে চিকিৎসকরা গোলাম কিবরিয়াকে যুবককে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবারে। কাজ করতে এসে ছেলের যে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরা। অন্যদিকে এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে সেখানে কাজ করা অন্যান্য ঠিকা শ্রমিকদের মধ্যে। কেন বিদ্যুতের তার খোলা অবস্থায় রাখা হয়েছিল? কাজের সময় কেন শ্রমিকদের নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়নি? এমন প্রশ্ন উঠছে ঘটনার পর থেকে।
Nayan Ghosh