Kedarnath Yatra 2023: আবার গড়ে উঠুক সবুজ ভারত, এই আশা নিয়ে কেদারনাথের পথে যুবক
- Reported by:NAYAN GHOSH
- hyperlocal
- Published by:Nagantara
Last Updated:
কেদারনাথ পথযাত্রী অরিন্দম দাস আদতে হুগলির বাসিন্দা। পায়ে হেঁটে তিনি প্রায় ১৭০০ কিলোমিটার রাস্তা যাত্রা করবেন। কাশী বিশ্বনাথের দর্শন করে তিনি যাবেন কেদারনাথ।
পানাগড়, পশ্চিম বর্ধমান : আবার গড়ে উঠুক সবুজ ভারত। দেশে বাড়ুক সবুজের পরিমাণ। অক্সিজেনের জন্য হাহাকার আর যেন দেখা না যায়। বিশ্ব উষ্ণায়ন রুখতে সবুজ গাছপালা লাগানোর গুরুত্ব অনেক বেড়েছে। এই প্রার্থনা নিয়ে কেদারনাথের পথে যাত্রা করেছেন এক যুবক। হুগলির ধনিয়াখালি থেকে কেদারনাথ যাত্রা শুরু করেছেন তিনি। যাত্রাপথের পঞ্চম দিনে এসে পৌঁছেছেন পশ্চিম বর্ধমানের পানাগড়ে। পানাগড় থেকে দুর্গাপুর, আসানসোল হয়ে তিনি ঝাড়খন্ডে পৌঁছবেন। তারপর এগিয়ে যাবেন নিজের গন্তব্যের দিকে।
কেদারনাথ পথযাত্রী অরিন্দম দাস আদতে হুগলির বাসিন্দা। তিনি বলেছেন, সাধারণ মানুষকে গাছ লাগানোর প্রতি সচেতন করতে তিনি এই পন্থা অবলম্বন করেছেন। পায়ে হেঁটে তিনি প্রায় ১৭০০ কিলোমিটার রাস্তা যাত্রা করবেন। কাশী বিশ্বনাথের দর্শন করে তিনি যাবেন কেদারনাথ।
আরও পড়ুনঃ হরিশপুর আছে হরিশপুরেই! বাড়িঘর কি আবার রসাতলে যাবে, আতঙ্ক বাড়ছে
এই যাত্রার জন্য ৬০ থেকে ৬৫ দিন সময় লাগতে পারে বলে মনে করছেন তিনি। তাই লাগাতার তিনি নিজের গন্তব্যের দিকে চলেছেন। পথে যখনই যাকে দেখতে পাচ্ছেন, তাকেই গাছ লাগানোর প্রতি উৎসাহিত করছেন। যুবসমাজ যাতে বৃক্ষ রোপনের জন্য এগিয়ে আসে, সেই আবেদন করছেন তিনি।
advertisement
advertisement
ওই যুবক আরও বলেছেন, করোনা অতিমারির সময় আমরা দেখতে পেয়েছি অক্সিজেনের জন্য মানুষের হাহাকার। অক্সিজেন সংকটে ভুগতে হয়েছে মানুষকে। আবার ধীরে ধীরে যেভাবে গরম বাড়ছে, তাতে একসময় তাপমাত্রা মানুষের সহ্যের বাইরে চলে যাবে। তখন সংকটের মুখে পড়বে এই সমাজ।
তাই সময় থাকতে সচেতন না হলে আরও বড় বিপদ ঘনিয়ে আসতে বেশি দেরি হবে না। বিশ্ব উষ্ণায়ন এই পৃথিবীর জন্য একটা ভয়ংকর অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। সেই অভিশাপ থেকে মুক্তির জন্য প্রয়োজন গাছ লাগানো। তাই তিনি গাছ লাগানোর আবেদন নিয়ে কেদারনাথ যাত্রা শুরু করেছেন।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 21, 2023 1:04 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Kedarnath Yatra 2023: আবার গড়ে উঠুক সবুজ ভারত, এই আশা নিয়ে কেদারনাথের পথে যুবক







