স্থানীয় মানুষজনের অভিযোগ, কেন্দা এলাকায় ইসিএলের যে ওসিপি অর্থাৎ খোলা মুখ খনি গুলি রয়েছে, সেগুলি ভরাট করতে বর্তমানে বালির বদলে ব্যবহার করা হচ্ছে স্পঞ্জ আয়রন কারখানার ছাই, যা দূষিত। আর খনি ভরাট করতে যে ছাই ব্যবহার করা হচ্ছে, সেই ছাই উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত করছে স্থানীয় গ্রামগুলির পরিবেশ।
আরও পড়ুন- তামাক জাত দ্রব্য বিক্রি ও সেবনের বিরুদ্ধে অভিযান পুরুলিয়ায়
advertisement
দূষিত ছাইয়ে ঢেকে যাচ্ছে গ্রামের আশপাশে থাকা সমস্ত গাছপালা, জলাশয়। ফলে স্থানীয় মানুষের যেমন নিত্যদিনের ব্যবহারের জল, পানীয় জল পেতে হয় সমস্যা হচ্ছে, তেমনই এই দূষিত ছাই এর জন্য চর্ম রোগের শিকার হচ্ছেন গ্রামের বহু মানুষ। তাই অবিলম্বে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি তুলেছেন এলাকাবাসীরা।
আরও পড়ুন- 'নুন আনতে পান্তা ফুরায়', বাঁশি সুর হারিয়ে যাচ্ছে অভাবের অন্ধকারে
স্থানীয়দের দাবি, এলাকার কিছু অসাধু ব্যক্তির এই কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের কোনও দাবি শোনা হচ্ছে না। তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে না। ফলে তারা চাইছেন, অবিলম্বে খনি ভরাট করতে এই স্পঞ্জ আয়রন কারখানার ছাই ব্যবহার করা বন্ধ হোক। না হলে দূষিত ছাইয়ে গ্রামের মানুষের সমস্যা আগামী দিনে আরও অনেক বাড়বে। যদি তাদের দাবী না মানা হয় তাহলে তারা আরও বড় আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিয়েছেন।
Nayan Ghosh