পাণ্ডবেশ্বর এর কুমারডিহি ওসিপি কলোনির বাসিন্দা মামনি রুইদাস। বছরখানেক আগে বিয়ে হয়েছিল সুকুমার রুইদাসের সঙ্গে। কিন্তু বর্তমানে স্বামীর সঙ্গে বনিবনা নেই। তাই বলে তো আর পেট শুনবে না। সন্তানদেরও মানুষ করতে হবে। তাই রাস্তায় নেমে পড়েছেন টোটো নিয়ে। ব্যাংক থেকে ঋণ নিয়ে টোটো কিনেছেন মামনি দেবী। প্রত্যেক মাসে ব্যাংকে জমা দিতে হয় ১২ হাজার টাকা। আর বাকি যেটুকু টাকা থাকে, তা সংসার চালানোর জন্য পর্যাপ্ত নয়। তাই আরও পরিশ্রম করতে হয় এই যোদ্ধা মাকে।
advertisement
মামনি দেবী জানিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সেরে ফেলেন বাড়ির কাজ, রান্নাবান্না। তারপর বেরিয়ে পড়েন। চারটি বাড়িতে পরিচারিকার কাজ করেন তিনি। তাই বাড়ির কাজ সেরে চলে যান পরিচারিকার কাজ করতে। সেই কাজ শেষ হলে সকাল ৮ টা থেকে ৯ টার মধ্যে বেরিয়ে পড়েন টোটো নিয়ে।
আরও পড়ুন: Alipurduar News: বর্ষায় উত্তাল নদীতে স্নান করতে গিয়েই বিপত্তি! তলিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ
রাত্রি আটটা পর্যন্ত টোটো চালান তিনি। পুরুষ, মহিলা সব রকম যাত্রীদেরই তিনি টোটোই বসিয়ে নিয়ে যান গন্তব্যের দিকে। নারী সুরক্ষা ব্যর্থতার বিভিন্ন ঘটনা মাঝে মাঝে ভয় ধরায় তার মনে। কিন্তু হাল ছাড়লে চলবে না। তাই সংসার চালাতে টোটোর স্টিয়ারিং হাতে কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা।
Nayan Ghosh