বিক্রেতারা বলছেন, অন্যান্য বছরের মতো নানা রকমের রাখি তাঁরা রেখেছেন। কিন্তু চাঁদের মাটিতে ‘চন্দ্রযান ৩’-এর সফল ল্যান্ডিং দেখেই, বিক্রেতারা বুঝতে পেরেছিলেন এবার চন্দ্রযানকে মাথায় রেখে রাখি বানালে তার চাহিদা বাজারে বাড়বে। সেই মতোই শুরু হয় চন্দ্রযান রাখি তৈরির কাজ।
advertisement
একই সঙ্গে বিক্রেতারাও পাইকারি দামে বহু সংখ্যায় রাখি কিনেছেন। যে রাখিতে চন্দ্রযানের সঙ্গে রয়েছে ভারতীয় পতাকার তিনটি রং মিশ্রিত একটি ব্যান্ড। যা এই রাখিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। প্রথম দেখাতেই ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে চন্দ্রযান রাখি। তার উপর আবার দামও সাধারণ রাখির মতো। ফলে চাহিদাও ছিল যথেষ্ঠ।
আরও পড়ুন: রাতে ঘরের বাইরে থেকে ভেসে আসছে অদ্ভুত শব্দ! দেখতে গিয়েই হয়ে গেল চরম সর্বনাশ
ক্রেতাদের মতে, ইসরোর বিজ্ঞানীদের পরিশ্রমের ফল পেয়েছে দেশ। চাঁদের মাটিতে ‘চন্দ্রযান ৩’-এর সফল অবতরণে প্রত্যেকটি দেশবাসী যেমন খুশি, তেমনই গর্বিত। ভারতের এই সাফল্য চর্চিত হচ্ছে বিদেশের মাটিতেও।
সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এই সাফল্য উদযাপনেও মেতে উঠছেন মানুষ। তাই রাখির মতো উৎসবেও সামিল করা হয়েছে ‘চন্দ্রযান ৩’ কে। রাখি বন্ধনের এই শুভদিনে চন্দ্রযান রাখি যেমন ভাতৃত্বের বন্ধন তৈরি করছে, তেমন ভাবেই দেশের প্রতিও সম্মান জানাচ্ছে। তাই ক্রেতারা ভীষণ খুশি।
Nayan Ghosh