রানিগঞ্জের সি আর রোডে একটি সোনার দোকানের ঘটনা। দিনে দুপুরে গয়না চুরি করে চম্পট দিয়েছেন দুই মহিলা। ঘটনার বর্ণনা দিতে গিয়ে দোকান মালিক দীনেশ বর্মন জানান, দু'জন মহিলা ক্রেতা সেজে এসেছিলেন তাঁর দোকানে। তাঁরা, তাঁর কাছে ৩৫ হাজার টাকা দামের মধ্যে একটি কানের দুল দেখতে চান।
দীনেশ তাঁদের জানান, ওই দামের মধ্যে তার কাছে কোনও কানের দুল নেই। তার চেয়ে কিছু বেশি দামের রয়েছে। তখন ওই দুই মহিলা তাঁকে অন্য সোনার লকেট দেখাতে বলেন। আর এইসব দেখাতে গিয়ে দোকান মালিক যখন ব্যস্ত, তখনই দুই মহিলার মধ্যে একজন দোকানের শো-কেস থেকে একটি সোনার বালা বের করে চট করে ভরে নেন নিজের ব্যাগে।
advertisement
আরও পড়ুন: চতুর্দিকে ছড়়িয়ে চাপ চাপ রক্ত, বেলুন কিনতে গিয়ে এই কাণ্ড হবে কে জানত?
আরও পড়ুন: রাতভর তাণ্ডব! তারপরে পূর্ব বর্ধমানে ঢুকতেই শরীর লক্ষ্য করে ধেয়ে এল গুলি
ঘটনার সময় কিছুই বুঝতে পারেননি দোকান মালিক। পরে, জিনিস মেলাতে গিয়ে বুঝতে পারেন একটি সোনার বালা কম পড়ছে। তখনই দোকানের সিসিটিভি ফুটেজ তড়ঘড়ি খতিয়ে দেখতে শুরু করেন দোকানের মালিক দীনেশ বর্মণ। তখনই আসল বিষয়টি সামনে আসে।
সঙ্গে সঙ্গেই চুরির ঘটনা নিয়ে পুলিশে খবর দেন দোকানের মালিক। পুলিশকে দেখানো হয় চুরির ওই সিসিটিভি ফুটেজ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দোকান মালিক জানিয়েছেন, চুরি যাওয়া জিনিসটির মূল্য প্রায় ৮০-৯০ হাজার টাকা।
Nayan Ghosh