TRENDING:

Paschim Bardhaman News: বিশ্বকর্মা পুজোয় শুধুই শূন্যতা বার্নপুরের বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড-এ

Last Updated:

এক সময় যেখানে ছিল বিশ্বকর্মা পুজোয় উৎসবের চেহারা, সেখানে আজ শুধু স্তব্ধতা। বার্নপুরের বাণ স্ট্যান্ডার্ড কারখানায় নেই কোনও পুজো, নেই কোনও উৎসব। কারোর মনে নেই আনন্দ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : এক সময় যেখানে ছিল বিশ্বকর্মা পুজোয় উৎসবের চেহারা, সেখানে আজ শুধু স্তব্ধতা। বার্নপুরের বাণ স্ট্যান্ডার্ড কারখানায় নেই কোনও পুজো, নেই কোনও উৎসব। কারোর মনে নেই আনন্দ। বুকফাটা হাহাকার নিয়ে দাঁড়িয়ে আছে শুধু কারখানা আর গুটিকয়েক মানুষ। ২০১৮ সালে পাকা পাকি ভাবে বন্ধ হয়ে গিয়েছে বার্ন স্ট্যান্ডার্ড কারখানা। তারপর থেকে উৎসব, আনন্দ সবকিছুই মুছে গিয়েছে। তবু কারখানার আবাসনে বেশ কিছু পরিবার থেকে গিয়েছেন। তাদের অন্যত্র যাওয়ার উপায় নেই বলে। আজ তারা গুমরে গুমরে কাঁদছেন, আর বিশ্বকর্মার কাছে প্রার্থনা করছেন পুরনো দিন ফিরিয়ে দেওয়ার জন্য।
advertisement

যদিও আবাসিকদের আবাসন ছাড়া করতে আলো, জলের সংযোগ কেটে দেওয়া হয়েছে বহুদিন আগেই। তারপরও কষ্ট করে রয়ে গিয়েছেন তারা। বিশ্বকর্মা পুজোর দিন বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় গিয়ে দেখা গেল চারিদিকে শুধুই শূন্যতা। ওই অঞ্চলেই মিষ্টি দোকান রয়েছে এক প্রবীণ বিক্রেতার।

আরও পড়ুনঃ ঠিক পুজোর আগেই বন্ধ পাথর খাদান! ব্যাপক চিন্তায় শ্রমিকরা

advertisement

তিনি জানিয়েছেন, একসময় বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় বিশ্বকর্মা পুজোয় উৎসবের চেহারা ছিল। চারিদিকে রমরম ব্যাপার। সেই সময় তার দোকানে চারজন কর্মীকে লাগাতে হতো। আজ এখন আর বিক্রি হয় না তেমন। বুড়ো বুড়ি কোনও ভাবে দোকান চালিয়ে পেট দিন গুজরান করেন।

View More

আরও পড়ুনঃ এবার কয়লাকাণ্ডে সিবিআই ফাঁপরে কেষ্ট, জামিন হল না সায়গলের

advertisement

স্থানীয় কর্মীরাও জানালেন, এক সময় বার্ন স্ট্যান্ডার্ড কারখানার এই রাস্তায় বিশ্বকর্মা পুজোয় সময়ে চলাচল করার উপায় ছিল না, কারণ জনসমাগম হতে প্রচুর পরিমাণে। বহু মানুষ আসতেন কারখানার পুজো দেখতে। উৎসবে মুখরিত ছিল গোটা এলাকা। কিন্তু আজ আর কিছুই নেই। তাই বিশ্বকর্মার কাছে তাদের প্রার্থনা, অভিশপ্ত বর্তমান দিনগুলি তিনি ফিরিয়ে নিন। আর স্থানীয়দের ফিরিয়ে দিন উৎসব মুখরিত সেইসব আনন্দের দিনগুলি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: বিশ্বকর্মা পুজোয় শুধুই শূন্যতা বার্নপুরের বন্ধ বার্ন স্ট্যান্ডার্ড-এ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল