যদিও আবাসিকদের আবাসন ছাড়া করতে আলো, জলের সংযোগ কেটে দেওয়া হয়েছে বহুদিন আগেই। তারপরও কষ্ট করে রয়ে গিয়েছেন তারা। বিশ্বকর্মা পুজোর দিন বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় গিয়ে দেখা গেল চারিদিকে শুধুই শূন্যতা। ওই অঞ্চলেই মিষ্টি দোকান রয়েছে এক প্রবীণ বিক্রেতার।
আরও পড়ুনঃ ঠিক পুজোর আগেই বন্ধ পাথর খাদান! ব্যাপক চিন্তায় শ্রমিকরা
advertisement
তিনি জানিয়েছেন, একসময় বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় বিশ্বকর্মা পুজোয় উৎসবের চেহারা ছিল। চারিদিকে রমরম ব্যাপার। সেই সময় তার দোকানে চারজন কর্মীকে লাগাতে হতো। আজ এখন আর বিক্রি হয় না তেমন। বুড়ো বুড়ি কোনও ভাবে দোকান চালিয়ে পেট দিন গুজরান করেন।
আরও পড়ুনঃ এবার কয়লাকাণ্ডে সিবিআই ফাঁপরে কেষ্ট, জামিন হল না সায়গলের
স্থানীয় কর্মীরাও জানালেন, এক সময় বার্ন স্ট্যান্ডার্ড কারখানার এই রাস্তায় বিশ্বকর্মা পুজোয় সময়ে চলাচল করার উপায় ছিল না, কারণ জনসমাগম হতে প্রচুর পরিমাণে। বহু মানুষ আসতেন কারখানার পুজো দেখতে। উৎসবে মুখরিত ছিল গোটা এলাকা। কিন্তু আজ আর কিছুই নেই। তাই বিশ্বকর্মার কাছে তাদের প্রার্থনা, অভিশপ্ত বর্তমান দিনগুলি তিনি ফিরিয়ে নিন। আর স্থানীয়দের ফিরিয়ে দিন উৎসব মুখরিত সেইসব আনন্দের দিনগুলি।
Nayan Ghosh