Paschim Bardhaman: এবার কয়লাকাণ্ডে সিবিআই ফাঁপরে কেষ্ট, জামিন হল না সায়গলের

Last Updated:

আবার সিবিআই জেরার মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডের পর এবার কয়লা কাণ্ড। আসানসোল সংশোধনাগারে বসেই সিবিআই জেরার মুখোমুখি হতে হল দাপুটে তৃণমূল নেতাকে।

+
title=

#আসানসোল : আবার সিবিআই জেরার মুখে পড়লেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার কাণ্ডের পর এবার কয়লা কাণ্ড। আসানসোল সংশোধনাগারে বসেই সিবিআই জেরার মুখোমুখি হতে হল দাপুটে তৃণমূল নেতাকে। এদিন আসানসোলে এসে অনুব্রত মণ্ডলকে সংশোধনাগারে বসে জেরা করেছেন সিবিআইয়ের দুজন আধিকারিক। অন্যদিকে এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালত জামিন দেয়নি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। তাকে গরু পাচার কাণ্ড এবং হিসাব বহির্ভূত আয়ের জন্য গ্রেফতার করে সিবিআই।
তাছাড়াও কয়লা কাণ্ডে গ্রেফতার হওয়া ইসিএল কর্তাদের সংশোধনাগারে জেরা করেছেন সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দলের তিনজন সদস্য। সব মিলিয়ে গরু পাচার কাণ্ডের পর এবার কয়লা কাণ্ড নিয়ে সিবিআইয়ের সাঁড়াশি চাপে পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। উল্লেখ্য, এদিন সকাল থেকেই আসানসোলের বিশেষ সিবিআই আদালতের দিকে নজর ছিল সংবাদমাধ্যমের।
advertisement
advertisement
কারণ এদিন ছিল অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেনের মামলার শুনানি। কিন্তু এদিন সাইগল হোসেনকে জামিন দেয় নি সিবিআই আদালত। তাকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যেই কয়লা কাণ্ড নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এদিন আসানসোলে আসেন সিবিআইয়ের বিশেষ প্রতিনিধি দলের সদস্যরা।
advertisement
আরও পড়ুনঃ জাতীয় পুষ্টি সপ্তাহে অপুষ্টির হার কমাতে সচেতনতা শিবিরের আয়োজন
তারা এদিন আসানসোল সংশোধনাগারে যান অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য। জেলে বসেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জেরা করেন তারা। এছাড়াও কয়লা কাণ্ডে গ্রেফতার হওয়া ইসিএল কর্তাদেরও সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে। সব মিলিয়ে পুজোর আগে শহর আসানসোল ব্যস্ত সিবিআই, কয়লা কাণ্ড এবং গরু পাচার কাণ্ড নিয়ে। অন্যদিকে দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল নিজেও জর্জরিত হয়ে পড়েছেন সিবিআই তৎপরতায়।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: এবার কয়লাকাণ্ডে সিবিআই ফাঁপরে কেষ্ট, জামিন হল না সায়গলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement