গ্রামবাসীদের এই অবরোধের জেরে, প্রায় এক ঘন্টা ধরে গুসকরা মানকর রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে বুদবুদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিক্ষোভ তুলে নেওয়ার জন্য গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। তারপর স্থানীয় বাসিন্দাদের দ্রুত রাস্তা মেরামতের জন্য আশ্বাস দিলে প্রায় এক ঘন্টা পর অবরোধ উঠিয়ে নেন গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুনঃ ভিড় কমেছে দুয়ারে সরকার ক্যাম্পে
গ্রামবাসীরা জানিয়েছেন, পুলিশ রাস্তা নির্মাণের বিষয়ে উদ্যোগ নেবে বলে জানিয়েছে। সেই কারণে তারা বিক্ষোভ উঠিয়ে নিয়েছেন। তবে দ্রুত ঢালাই রাস্তা নির্মাণ না হলে, আগামী দিনে তারা ফের আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। রাস্তাসারাইয়ের দাবি তুলে এই বিক্ষোভে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে।
আরও পড়ুনঃ অভিনব উদ্যোগ! নিষিদ্ধপল্লীতে আয়োজিত বিশেষ দুয়ারে সরকার শিবির
তবে পুলিশের তৎপরতায় গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নিয়েছেন। কিন্তু বিক্ষোভের জেরে দীর্ঘক্ষন গুরুত্বপূর্ণ মানকর গুসকরা রোডের যান চলাচল ব্যাহত হয়েছে।
Nayan Ghosh





