জানা গিয়েছে, ১৯ বছরে পদার্পন করল মানকর বিদ্যাসাগর মেলা। প্রতি বছরের মত এবছরও মহা ধুমধামে মেলার আয়োজন করা হয়েছে। বিগত শনিবার মানকর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। মানকর বিদ্যালয় প্রাঙ্গনেই বসেছে মেলা। মেলা চলবে আগামী ৩০ তারিখ পর্যন্ত। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতি বছর মেলার উদ্বোধন অনুষ্ঠানে কোনও একজন বিশিষ্ট অভিনেতা বা অভিনেত্রী কিংবা কোনো শিল্পী উপস্থিত থাকেন। এবছর উদ্বোধন অনুষ্ঠানে সর্ব ধর্মের মানুষকে নিমন্ত্রণ জানানো হয়েছিল।
advertisement
অনুষ্ঠান মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা দিয়ে, দেশ জুড়ে যে হানাহানির ঘটনা ঘটে চলেছে, তা যাতে বন্ধ হয় সেই বার্তাই দিয়েছেন উদ্যোক্তারা। চলতি বছরে এই মেলায় বিশেষভাবে বইমেলার আয়োজন করা হয়েছে বহু সংখ্যক বইয়ের স্টল রয়েছে সেখানে পাশাপাশি মেলায় রয়েছে নানান হস্তশিল্পের সম্ভার। মেলা যতদিন চলবে, অর্থাৎ ৩০ তারিখ পর্যন্ত মেলা প্রাঙ্গনে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
শোনা যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানকরে এসেছিলেন। তার পদ ধূলি মানকরে পড়ায়, মানকরের বাসিন্দারা তাঁকে নিয়ে গর্ব বোধ করেন। সেই বিদ্যাসাগরের নামেই মানকর বাসীর উদ্যোগে শুরু হয় মেলা। যাকে ঘিরে মানকরবাসীর মধ্যে চরম উৎসাহ দেখা যায়। যদিও বিগত ২ বছর করোনার জন্য সেভাবে মেলার আয়োজন করা হয়নি। ফলে মন খারাপ স্থানীয় বাসিন্দাদের। তবে এবছর ফের মেলার আয়োজন করার জন্য খুশি এলাকাবাসী।
Partha Mukherjee