মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, ভগৎ সিং মোড় শুধু নয়, শহরে আরও দুটি এন্ট্রি পয়েন্টে দুটি বিশাল তোরণ তৈরি করা হবে। যার মধ্যে আসানসোল শহরের মূল প্রবেশদ্বার জুবিলি মোড়ে তৈরি হবে বিশ্ব বাংলা গেট। যেখানে থাকবে একটি ঝুলন্ত রেস্টুরেন্টও। ইতিমধ্যেই জুবিলি মোড়ে প্রবেশদ্বার তৈরির জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সেই কাজ শুরু হয়ে যাবে জানিয়েছেন মেয়র।
advertisement
আরও পড়ুন ঃ কালী রূপে এখানে পুজো পান ভারতমাতা, ভবানী পাঠকের মন্দিরে, জপমন্ত্র বন্দে মাতরম
অন্যদিকে কালিপাহাড়ি মোড়েও নতুন একটি তোরণ তৈরি করা হচ্ছে। সেটিরও কাজ শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে শহরে বেশ কয়েকটি পার্ক তৈরি করা হবে। ইতিমধ্যেই একটি পার্ক তৈরির কাজ শুরু হয়েছে। যার জন্য ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে পুরনিগম সূত্রে খবর।
উল্লেখ্য, আসানসোল স্টেশনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে ভারতীয় রেল। আসানসোল স্টেশনকে বিশ্বমানের একটি স্টেশন তৈরির কাজ শুরু হয়েছে। তার মধ্যেই আসানসোল পুরনিগমের উদ্যোগে শহর সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে মেয়র বিধান উপাধ্যায় আসানসোল শহরকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করেছিলেন।
তিনটি নতুন প্রবেশদ্বার তৈরির পাশাপাশি শহর সাজানোর জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তাছাড়া আসানসোল শহরকে যানজট মুক্ত করার জন্য নানা রকম পরিকল্পনা করা হচ্ছে। সবমিলিয়ে আসানসোলবাসীর আশা, আগামী কয়েক বছরের মধ্যে আসানসোল শহরের রূপ অনেকখানি বদলে যাবে।
Nayan Ghosh