Vande Bharat Express : পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস থামুক দুর্গাপুরেও, রেলমন্ত্রীর কাছে সাধারাণ মানুষের আর্জি পৌঁছে দিলেন সাংসদ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:NAYAN GHOSH
Last Updated:
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর কাছে আবেদন গিয়েছে সাংসদ সৌমিত্র খাঁয়ের তরফ থেকে। যে আবেদন পত্রটি সৌমিত্র খাঁ নিজে রেলমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : সদ্য হয়েছে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রায়াল। প্রথম দিনেই জেলাবাসীর উৎসাহ ছিল তুঙ্গে। তবে কিছুটা আক্ষেপও রয়েছে। কারণ নতুন এই বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয়েছে শুধুমাত্র আসানসোলে। জেলার মানুষের আশা ছিল, দুর্গাপুরেও স্টপেজ থাকবে পটনা হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। কিন্তু তেমনটা হয়নি। যা নিয়ে কিছুটা ক্ষোভ রয়েছে দুর্গাপুরের মানুষের।
advertisement
আর এমন অবস্থাতেই দুর্গাপুরে বন্দে ভারতের স্টপেজ চেয়ে জমা পড়ল আবেদন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর কাছে আবেদন গিয়েছে সাংসদ সৌমিত্র খাঁয়ের তরফ থেকে। যে আবেদন পত্রটি সৌমিত্র খাঁ নিজে রেলমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। যাতে আবার জেলার মানুষের আশা জাগছে। অনেকেই আবার নতুন করে আশা দেখতে শুরু করেছেন দুর্গাপুরে বন্দে ভারতের স্টপেজ নিয়ে।
advertisement
আরও পড়ুন Purba Medinipur News: কোথায় গেল সেই ইলিশ? নেই গন্ধ-স্বাদ! কারণ শুনলে আঁতকে উঠবেন
সম্প্রতি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ রেলমন্ত্রীর কাছে গিয়ে আবেদন জানিয়েছেন। যেখানে রেল মন্ত্রীর কাছে আবেদনপত্রে সাংসদ লিখেছেন, রেল মন্ত্রক স্টেশনের আধুনিকীকরণ করে চলেছে। একাধিক স্টেশনের মান উন্নতি হচ্ছে। রেল পরিষেবা আগের থেকে অনেক উন্নতি হয়েছে।
advertisement
হাওড়া পটনা বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার ফলে রাঢ় বঙ্গের মানুষকে অনেক সুবিধা দেবে। খুব কম সময়ে যাতায়াত করা সম্ভব হবে। যা রাঢ় বঙ্গের আর্থ-সামাজিক উন্নতির ক্ষেত্রেও বড় ভূমিকা নেবে। এরপরই রেলমন্ত্রীকে দেওয়া আবেদনপত্রে সাংসদ উল্লেখ করেছেন, দুর্গাপুর এখন একটি মডেল সিটি। ফলে যদি বন্দে ভারতের স্টপেজ দুর্গাপুরে দেওয়া হয়, তা জেলা বাসীর কাছে অনেক সুবিধা করে দেবে। এই শিল্প শহরের উন্নতিতে গতি আসবে।
advertisement
Nayan Ghosh
Location :
Kolkata,West Bengal
First Published :
August 08, 2023 12:47 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Vande Bharat Express : পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস থামুক দুর্গাপুরেও, রেলমন্ত্রীর কাছে সাধারাণ মানুষের আর্জি পৌঁছে দিলেন সাংসদ