সেখানে টেম্পোতে একাধিক পোস্টার, ব্যানার সাজিয়ে রীতিমতো জামুরিয়া এলাকা পরিক্রমা করেছে টেম্পোগুলি। প্রচার করেছে বিধান উপাধ্যায়ের হয়ে। উল্লেখ্য, আগামী ২১ আগস্ট আসানসোল পৌরনিগমের ৬ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন। তাই সেই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তথা বারাবনি বিধায়ক এবং আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের জন্য সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রচারের আয়োজন করা হয়।
advertisement
আরও পড়ুনঃ দেশের প্রথম সিডিএস-এর প্রথম মূর্তি তৈরি আসানসোলে
সালানপুর ব্লকের রূপনারায়ানপুরের মুখ্য তৃণমূল কার্যালয় থেকে দশটি টেম্পো করে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। এদিন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভোলা সিংয়ের নেতৃত্বে টেম্পো গুলি পাঠানো হয়। টেম্পোতে বিধান উপাধ্যায়ের নির্বাচনী হোডিং লাগিয়ে মাইকিং করে ৬ নম্বর ওয়ার্ডের ১২টি বুথে প্রচার করা হয়েছে।
আরও পড়ুনঃ ভ্রমণপিপাসু মানুষদের জন্য দুর্গাপুরে পর্যটন মেলা
এদিন নিজে ভোলা সিং এবং ছাত্র নেতা মিঠুন মণ্ডল দাঁড়িয়ে থেকে অনুষ্ঠানের সূচনা করেন। তিনি জানান, দশটি টেম্পো ৬ নম্বর ওয়ার্ডে পৌঁছে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে এলাকায় প্রচার করবে। আমরা সবাই নিশ্চিত বিধান উপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন। কারণ উন্নয়নের আসল নাম তৃণমূল। মানুষ দেখছে কত উন্নয়ন হয়েছে। তাই মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। যদিও এই উপনির্বাচনে বিরোধী দলগুলিও প্রার্থী দিয়েছে। বিরোধী প্রার্থীরাও এই উপনির্বাচনে এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি নন।
Nayan Ghosh