লক্ষ্মীপাড়ার বাসিন্দাদের অভিযোগ, তাঁরা জল পাচ্ছেন না। এলাকায় একটিমাত্র পুকুর ছিল, সেটার ভরসায় চলছিল সবার। কিন্তু বৃষ্টি না হওয়ায় পুকুরের জলও তলানিতে গিয়ে ঠেকেছে। সব মিলিয়ে পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠছে এখানকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জলকষ্টের সমস্যার কথা জন প্রতিনিধিদের জানানো হলেও লাভ কিছু হয়নি।
আরও পড়ুন: ছাগল ভর্তি ফ্ল্যাটে কোটি-কোটি টাকার ব্রাউন সুগার! সল্টলেকে রাতভর অভিযান, কী মারাত্মক ঘটনা
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার ইঞ্জিনিয়াররা এসে এলাকা পরিদর্শন করে গিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। ফলে ওয়ার্ডের কাউন্সিলরের উপর ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। তাঁরা চাইছেন দ্রুত এলাকার জলকষ্টের সমাধান হোক। ট্যাঙ্কারে পানীয় জল সরবরাহের পাশাপাশি পুকুরটিকে কাটিয়ে জলের উৎস তৈরি করা হোক। যাতে এলাকার মানুষ নিত্যদিনের ব্যবহারের জল ওই পুকুর থেকে পেতে পারেন। দ্রুত পদক্ষেপ করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
নয়ন ঘোষ