Police: ছাগল ভর্তি ফ্ল্যাটে কোটি-কোটি টাকার ব্রাউন সুগার! সল্টলেকে রাতভর অভিযান, কী মারাত্মক ঘটনা

Last Updated:

West Bengal Police: রাতভর তল্লাশিতে সল্টলেক থেকে উদ্ধার ৫ কোটি টাকার মাদক, পশ্চিমবঙ্গ পুলিশের অভিযানে ধৃত ২।

বিপুল মাদক উদ্ধার
বিপুল মাদক উদ্ধার
কলকাতা: সল্টলেক সেক্টর ফোরের চার নম্বর ভেড়ি সংলগ্ন এলাকায় পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের অভিযান। তল্লাশি অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। উদ্ধার হওয়া মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।
পুলিশ সূত্রে খবর, সেক্টর ফোরের ৪ নম্বর ভেড়ি সংলগ্ন এলাকায় বসবাস করতেন ছাগল ব্যবসায়ী মহম্মদ মোমিন খান। নবনির্মিত একটি অ্যাপার্টমেন্টের পাঁচ তলার ফ্ল্যাটে বছর খানেক আগে থেকে বসবাস করতে শুরু করেন তিনি। স্থানীয় বাসিন্দা এবং প্রতিবেশীদের দাবি খান সাহেব নামেই বিল্ডিং এ পরিচিত ছিলেন মোমিন খান। স্থানীয়দের সঙ্গে খুব বেশি সখ্যতা না গড়ে ওঠায় তার বিষয়ে খুব বেশি কিছুই জানতেন না প্রতিবেশীরা। তবে তার ফ্ল্যাটে ছাগল রাখায়, ছাগলের ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন তিনি।
advertisement
advertisement
বুধবার বিকেলে এলাকায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রায় ১৪ জন আধিকারিক ঢুকে তল্লাশি অভিযান শুরু করলে সম্ভবত হকচকিয়ে যান এলাকাবাসীরা। প্রায় ১৪ ঘণ্টার বেশি সময় তল্লাশি অভিযান চলার পরে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় পাঁচ কেজির বেশি ব্রাউন সুগার হেরোইন সহ বেশ কিছু নিষিদ্ধ মাদকদ্রব্য। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বর্তমান বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকারও বেশি। মাদকদ্রব্য ছাড়াও নগদ পাঁচ লক্ষ টাকা এবং বেশ কিছু গহনা বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স মাদকের খোঁজে বুধবার প্রথমে অভিযান চালায় পার্ক সার্কাসের একটি ঠিকানায় সেখান থেকেই মোমিন খানের সল্টলেকের ঠিকানা পায় পুলিশ।
advertisement
তারপর বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর এই মাদকচক্রের মূল পান্ডা ছিলেন মহম্মদ মোমিন খান এর স্ত্রী। তার স্ত্রী এর আগেও পুলিশের জালে ধরা পড়েছিলেন। পরে আদালত থেকে জামিন পেয়ে বাইরে ছিলেন তিনি। ফের একবার মাদক উদ্ধারের ঘটনায় তাকে এবং তার স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিধান নগর দক্ষিণ থানায় নিয়ে যাওয়া হয়। এই বিপুল পরিমাণ মাদক কোথা থেকে এলো এবং তাকে কিভাবে হাত বদল করে পাচার করা হতো তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়া এর পেছনে আর কোন বড় চক্র কাজ করছে কিনা তাও পুলিশ তদন্ত করে দেখছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Police: ছাগল ভর্তি ফ্ল্যাটে কোটি-কোটি টাকার ব্রাউন সুগার! সল্টলেকে রাতভর অভিযান, কী মারাত্মক ঘটনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement