Koustav Bagchi Case: রাত পেরোলেও কোর্টের নির্দেশ মানা হয়নি? পুলিশ কমিশনারকে ফোন কৌস্তভ বাগচীর
- Published by:Suman Biswas
Last Updated:
Koustav Bagchi Case: আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এর তদন্ত স্থগিত করে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা।
কলকাতা: আইনজীবী কৌস্তব বাগচীর বাড়িতে বৃহস্পতিবার থেকে পাঁচজন পুলিশ কর্মী এবং একজন সশস্ত্র দেহরক্ষী দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার দুপুর একটার পর আদালত নির্দেশ দিয়েছিল, কিন্তু দীর্ঘক্ষণ কেটে গেলেও কোনও নিরাপত্তারক্ষী তাঁর বাড়ির সামনে যায়নি গতকাল রাত পর্যন্তও। আইনজীবী কৌস্তব বাগচী ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াকে ফোন করেন। এই পরিপেক্ষিতে পুলিশ কমিশনার রাজোরিয়া তাঁকে বলেন, তিনি নোটিশ পেয়েছেন এবং আইনত ব্যবস্থা নেবেন।
প্রসঙ্গত, আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এর তদন্ত স্থগিত করে দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এই সময়ের মধ্যে কোর্টের অনুমতি ছাড়া কোনো থানা এই নিয়ে কৌস্তভের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না। আগামী চার সপ্তাহ এই নির্দেশ বলবৎ থাকবে। বটতলা থানার অতি সক্রিয়তা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার তদন্ত করে রিপোর্ট দেবেন। বটতলা পুলিশের প্রাথমিক অনুসন্ধান করা উচিত ছিল। এমন কিছু তথ্য প্রমাণ নেই যার থেকে বোঝা যায় গুরুত্ব। কোনো নোটিস না পাঠিয়ে নাগরিকের অধিকার ক্ষুন্ন করেছে।
advertisement
advertisement
কোর্ট জানতে আগ্রহী, কীসের ভিত্তিতে মাঝরাতে পুলিশ তার বাড়ি গিয়েছিল। আর সারা রাত থেকে পরের দিন গ্রেফতার করল। যা সুপ্রিম কোর্টের নির্দেশে বিরোধী। থানার এই ভূমিকা নিয়ে অনুসন্ধান দরকার। কলকাতার পুলিশ কমিশনারকে খতিয়ে দেখতে হবে কিসের ভিত্তিতে থানা এই ঘটনা ঘটলো। কেস ডাইরি খতিয়ে দেখতে হবে। এমনই নির্দেশ দিয়েছে আদালত।
advertisement
শুধু তাই নয়, আগামী সোমবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার জন্য সিআরপিএফ- কে মামলা আগামী দিনে জানাতে হবে নিরাপত্তা দিতে পারবে কিনা। এই সময়ের জন্য ব্যারাকপুর পুলিশের অন্তত পাঁচ জন পুলিশের নিরাপত্তা দিতে হবে বাড়িতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 9:56 AM IST