Kolkata: সল্টেলেকে বিরাট অভিযান পুলিশের, গেছে টাকা গোণার মেশিন, মিলল বিপুল ব্রাউন সুগার!

Last Updated:

Kolkata: সেক্টর ৪ অঞ্চলে যেখানে গতকাল থেকে অভিযান চলছে সেখানে নার্কটিক্স যোগও মিলেছে বলে অভিযোগ। উদ্ধার হেরোইন, ব্রাউন সুগার, নগদ টাকা। ২ জন গ্রেফতার।

পুলিশি অভিযান (ফাইল ছবি)
পুলিশি অভিযান (ফাইল ছবি)
কলকাতা: সল্টলেকের নাওভাঙা এলাকায় প্রায় ১২ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে স্পেশ্যাল টাস্ক ফোর্স। স্পেশ্যাল টাস্ক ফোর্স-এর এই অভিযানে মোট ১৪ জন আধিকারিক রয়েছেন। অভিযোগের সূত্রে, মহম্মদ মোমিন খান নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে অভিযান চালায় স্পেশ্যাল টাস্ক ফোর্স। পার্ক সার্কাসের একটি ঠিকানায় রেইড করে সল্টলেকের এই ঠিকানা পায় পুলিশ। পার্ক সার্কাসের ফ্ল্যাটে ছাগল ভর্তি ছিল বলে জানিয়েছে এসটিএফ।
সেক্টর ৪ অঞ্চলে যেখানে গতকাল থেকে অভিযান চলছে সেখানে নার্কটিক্স যোগও মিলেছে বলে অভিযোগ। উদ্ধার হেরোইন, ব্রাউন সুগার, নগদ টাকা। ২ জন গ্রেফতার। সেখানে টাকা গোণার মেশিনও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে, কোন মামলায় কী কারণে ওই অভিযান চালানো হল, তা এখনও স্পষ্ট নয়।
advertisement
advertisement
প্রসঙ্গত, দিন কয়েক আগেই নিউ টাউনে একটি কলসেন্টারে হানা দিয়ে প্রায় ৪ কোটি টাকার হদিশ পেয়েছিল পুলিশ। তবে শুধু নগদ টাকাই নয় অন্তত চারটি দামি গাড়ি, একাধি মূল্যবান ঘড়ি, টাকা গোণার মেশিন পুলিশ বাজেয়াপ্ত করে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ৮-১০টি কলসেন্টার চালানো হত।
advertisement
বেশিরভাগ সেন্টার থেকেই ফোন করে প্রতারণার ফাঁদ পাতা হত। এরপর সেখান থেকে ব্ল্যাকমেলিং করে মোটা টাকা আদায় করা হত। নাকা চেকিংয়ের সময় পুলিশ প্রাথমিকভাবে কিছু ইঙ্গিত পেয়েছিল। এরপর পুলিশ নিউ টাউন এলাকায় তল্লাশি চালায়। সেখানেই পুলিশ বিপুল টাকার সন্ধান পায়। একাধিক বিলাসবহুল গাড়ির সন্ধানও পেয়েছে পুলিশ। কীভাবে এত টাকা ওই কলসেন্টারে জড়ো হল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা প্রতারণার মাধ্য়মে এই টাকা আদায় করা হয়েছিল। সেটাই জমা করা হয়েছিল। তবে এই সেন্টারগুলি কতদিন ধরে চলছে তা পুলিশ খতিয়ে দেখছে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata: সল্টেলেকে বিরাট অভিযান পুলিশের, গেছে টাকা গোণার মেশিন, মিলল বিপুল ব্রাউন সুগার!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement