Job Scam: বেহালার এক অফিসেই ঢাকা পড়ে সব রহস্য? নিয়োগ দুর্নীতিতে বড় খোঁজের নাম 'কালীঘাটের কাকু'

Last Updated:

Job Scam: কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় ভদ্র সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে গিয়েছিলেন। তিনি ঢোকার সময় জানিয়েছিলেন তাকে কী জন্য ডেকেছে, তিনি জানেন না।

কালীঘাটের কাকু সিবিআই দফতরে
কালীঘাটের কাকু সিবিআই দফতরে
কলকাতা: ইদানীংকালে যারাই নিয়োগ দুর্নীতিতে ধরা পড়েছেন, সেই আড়কাঠিরা যেমন, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, গোপাল দলপতিরা প্রত্যেকেই কালীঘাটের কাকুর কথা উল্লেখ করেছিলেন। এই কালীঘাটের কাকু আদতে বেহালার বাসিন্দা। তার মোট ছটি কোম্পানি রয়েছে। তার মধ্যে যেমন'সলিটায়ার প্লেসমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড'। কাকু নিজেই ডিরেক্টর ছিলেন। যেটি এখন বন্ধ রয়েছে।
প্রশ্ন, এই প্লেসমেন্ট সার্ভিসের অফিসের মাধ্যমে কি নিয়োগ দুর্নীতি হয়েছে?শান্তনু নামে এক সিম কার্ড বিক্রেতা, তিনিও পর্যন্ত নিয়োগ দুর্নীতি কাণ্ডে কোটি কোটি টাকা তুলেছেন। তাপস মণ্ডল, গোপাল দলপতি, কুন্তলরা প্রত্যেকেই নিয়োগ দুর্নীতিতে এক একজন চাকরি প্রার্থীর কাছ থেকে ১০ লক্ষ ১৫ লক্ষ করে টাকা তুলেছিল। সেই টাকার বেশিরভাগ পৌঁছে দিয়েছিল কালীঘাটের কাকুর কাছে বলে ওদের দাবি। প্রশ্ন ,তাহলে কি কালীঘাটের কাকু দরজার তালা? যেটা খুললেই আসল জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে তদন্তকারীরা! এই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে।
advertisement
advertisement
কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় ভদ্র সিবিআইয়ের ডাকে নিজাম প্যালেসে গিয়েছিলেন। তিনি ঢোকার সময় জানিয়েছিলেন তাকে কী জন্য ডেকেছে, তিনি জানেন না। বেরোনোর সময় জানান কোন কিছু বলতে মানা আছে তার। অর্থাৎ তিনি মুখে কুলুপ আঁটেন। কুন্তল ,তাপস ,গোপাল এদের প্রত্যেককেই তিনি চেনেন। সেটা তিনি স্বীকার করেন এবং রাজনৈতিকভাবে তাদের সঙ্গে পরিচয় বলে জানান তিনি। কারোও কাছ থেকে কোন টাকা পয়সা নেননি বলে তিনি দাবি করেন। সঙ্গে বলেন,সিবিআইকে তিনি তদন্তের সহযোগিতা করছেন।
advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু এমনই একটা চরিত্র, যেটা খুব রহস্যময় হয়ে উঠেছে এই পর্বে। অনেকের প্রশ্ন, সুজয় কাকু placement কোম্পানি খুলেছিলেন। সেটা কি নিয়োগ- দুর্নীতির জন্য? তবে বারে বারে তদন্ত নিয়ে হাইকোর্টের কাছে সিবিআইকে ভর্ৎসিত হতে হয়েছে। তাহলে কি তদন্তে শেষের কাছাকাছি পৌঁছে গেছে সিবিআই? জোর গুঞ্জন শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। রাজ্যবাসী অপেক্ষায় রয়েছে শেষটা কী হয় তার দিকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Job Scam: বেহালার এক অফিসেই ঢাকা পড়ে সব রহস্য? নিয়োগ দুর্নীতিতে বড় খোঁজের নাম 'কালীঘাটের কাকু'
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement