দোকানে চুরি করতে ঢুকে টাকা পয়সা না পেয়ে, খালি হাতে ফিরতে হয়েছে চোরের দলকে। যদিও একেবারে খালি হাতে ফিরতে হয়েছে বললে ভুল হবে। কারণ টাকা পয়সা না পেয়ে মিষ্টি তৈরীর বিভিন্ন কাঁচামাল তুলে নিয়ে গিয়েছে চোরের দল। সঙ্গে দোকানে থাকা অর্ডারের মিষ্টি নষ্ট করে দিয়ে গিয়েছে ক্ষোভ প্রশমন করতে। মিষ্টির মধ্যে মিশিয়ে দিয়ে গিয়েছে ডিটারজেন্ট। ফলে ওই সমস্ত মিষ্টিগুলি খাবার অযোগ্য হয়ে গিয়েছে। বিপুল পরিমাণ মিষ্টি অর্ডার থাকায়, সেই মিষ্টি এখন সময়মতো পৌঁছে দেওয়ার নিয়ে চিন্তায় পড়েছেন দোকানের মালিক এবং কারিগররা। এদিন সকালে দোকান খুলতে এসে এক কর্মচারী দেখেন দোকানের শাটার নামানো অবস্থায় রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ যাত্রাশিল্পের উন্নতির জন্য বুকিং সেন্টার বাড়ানোর নিদান
কিন্তু তালাটি ভেঙ্গে অন্য পাশে নামানো আছে। দোকানের ভেতরে ঢুকেই তিনি দেখতে পান পিছনের দরজাটি খোলা অবস্থায় পড়ে রয়েছে। আর দোকানের রান্নাঘরে থাকা সমস্ত কাঁচামাল উধাও। সেখান থেকে দুটি গ্যাসের সিলিন্ডার, ৫ টিন তেল, এক জার ডালডা, আর একটি গুঁড়ো দুধের জার তুলে নিয়ে গিয়েছে চোরের দল। সঙ্গে দোকানে বাসন পরিষ্কার করার জন্য ব্যবহৃত ডিটারজেন্ট মিশিয়ে দিয়ে গিয়েছে মিষ্টির মধ্যে। দোকানে থাকা সমস্ত মিষ্টির পাত্র গুলিতে ডিটারজেন্ট মেশানো অবস্থায় পাওয়া গিয়েছে।
আরও পড়ুনঃ জলেই জন্ম নেবে গাছ! হাইড্রোফোনিক পদ্ধতি সম্বন্ধে জানুন...
মিষ্টির বাটি থেকে তা তুলতে গিয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন কর্মচারী। অর্ডারের ভিত্তিতে তৈরি করা ওই মিষ্টিগুলি নষ্ট হয়ে যাওয়ার ফলে, তা ডেলিভারি দেওয়া নিয়ে চিন্তায় পড়েছেন দোকানের মালিক এবং কারিগররা। কারণ মিষ্টিগুলি থেকে ডিটারজেন্টের গন্ধ পাওয়া যাচ্ছে। এই ঘটনার পর খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ কর্মীরা এসে পুরো ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং মিষ্টির পাত্র পরীক্ষা করে দেখেন। চোরের এমন কান্ড থেকে বিরক্ত পুলিশকর্মীরা। তবে এমন হিংসুটে চোরের দলকে পাকড়াও করতে পুলিশকর্মীরা তদন্ত শুরু করেছেন। অন্যদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Nayan Ghosh