মিনিট কুড়ির মধ্যেই চুরি গিয়েছে লক্ষাধিক টাকার জিনিসপত্র এবং নগদ। আলমারির পাশাপাশি ওলট পালট করে দেওয়া হয়েছে বাড়ির সমস্ত আসবাবপত্র, খাট বিছানা। অল্প সময়ের সুযোগে আলমারি থেকে নিয়ে যাওয়া হয়েছে সোনার আংটি, কানের সহ বাড়িতে থাকা নগদ ৩৫ হাজার টাকা।
আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত বার্নপুরে এমনই চুরির ঘটনা দেখে হতবাক সকলে। বাড়ির সদস্যরা জানিয়েছেন, বাড়িতে সারাদিন সকলেই ছিলেন। সন্ধ্যার দিকে সবাই একটু এদিক ওদিক গিয়েছিলেন। কিছুক্ষণের জন্য বাড়ি ফাঁকা করে প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলেন তারা। অন্যান্য দিনের মতোই এদিনও বাড়িতে তালা বন্ধ করে যাননি। তারপর হঠাৎ করেই বাড়ির সামনে দেখতে পান উৎসাহী মানুষের ভিড়।
advertisement
আরও পড়ুন: শুভেন্দুর জন্য আলাদা স্পিডোমিটার! মারাত্মক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা
আরও পড়ুন: 'ডিসেম্বরে সবাই ভালোই থাকবেন', চন্দ্রিমার মন্তব্যে তুঙ্গে জল্পনা
বাড়িতে ঢুকতেই দেখেন, আলমারি খোলা অবস্থায় রয়েছে। ঘরের সমস্ত জিনিসপত্র ওলট-পালট। বুঝতে পারেন দুষ্কৃতীরা এই কর্মকাণ্ড চালিয়েছে। বাড়ির সদস্যদের দাবি, সোনার অলংকার এবং নগর ঢাকা সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি গিয়েছে। আর এই চুরির ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। কারণ এই অল্প সময়ের মধ্যেই প্রতিবেশীর বাড়ি থেকে চলে গিয়েছে সমস্ত জিনিসপত্র। যদিও ঘটনার খবর পেয়ে সেখানে আসে হিরাপুর থানার পুলিশ। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে হিরাপুর থানা।
Nayan Ghosh