উচ্চ শ্রেণির পড়ুয়ারা ক্লাস করালেন জুনিয়র পড়ুয়াদের। দুর্গাপুর নডিহা উচ্চ বিদ্যালয়ের এই কাণ্ড দেখে অবাক সকলে। জানা গিয়েছে, নডিহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা দু'দিন ধরে স্কুলে এসেছেন। কিন্তু ক্লাস করাননি। তবে পড়ুয়াদের কথা ভেবে শিক্ষাদান বন্ধ রাখা হয়নি। শিক্ষকদের কর্মবিরতির জেরে পড়ুয়াদের পড়ানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বিদ্যালয়ের উচ্চ শ্রেণির অন্য পড়ুয়ারা।
advertisement
আরও পড়ুন: সাংসদ তহবিলের ২০ কোটি টাকা খরচই হল না এখনও, রাজ্যের 'ব্যর্থতা' নিয়ে বিতর্ক
আরও পড়ুন: অনুব্রত ছাড়া বীরভূম সামলাবে কে? চ্যালেঞ্জ ছুড়ে বিরাট ঘোষণা মমতার! কেঁপে গেল বাংলা
শিক্ষকের ভূমিকায় ক্লাস করিয়েছেন তাঁরা। নডিহা উচ্চ বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি বিষয়টি ভাল ভাবে নেননি। তিনি বলেছেন, শিক্ষকরা নিজেদের ন্যায্য দাবিতে প্রতিবাদ করতেই পারেন। কিন্তু তাই বলে পড়ুয়াদের শিক্ষাদান বন্ধ থাকতে পারে না। সেজন্য তিনি নিজেও ক্লাস করানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। এ বিষয়ে দুর্গাপুরের অন্যতম শিক্ষক ডক্টর কলিমুল হক জানিয়েছেন, এই ব্যাপারে শিক্ষা দফতরের কড়া নির্দেশিকা রয়েছে। যে শিক্ষকরা নিজেদের কাজ বন্ধ করবেন, তাঁদের শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুর্গাপুরের বিদ্যালয়ের এই ঘটনা রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে।
নয়ন ঘোষ