উল্লেখ্য, উৎসবের মরশুমের আগেই দুর্গাপুরে একটি নামি ব্র্যান্ডের গয়নার শোরুম খোলা হয়েছে। দুর্গাপুরের জংশন হলে সদ্য খুলেছে নামি ব্র্যান্ডের এই সোনার দোকানটি। যার উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন অভিনেত্রী। সেখানে এসে দুর্গাপুরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় জানিয়েছেন, দুর্গাপুর এসে তাঁর খুব ভাল লাগছে। দুর্গাপুরের মানুষজনের ভালোবাসা পেয়ে তিনি আপ্লুত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী মুখ খুলেছেন ডাকাতির ঘটনা প্রসঙ্গে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বলেছেন, যেভাবে ডাকাতির ঘটনা হয়েছে, তারপর সোনার গয়না শোরুম গুলির নিরাপত্তার দিকে নজর দেওয়া উচিত।
advertisement
আরও পড়ুন: ‘লিপস এন্ড বাউন্ডসে তল্লাশির সব তথ্য সামনে আনা হোক!’ তোলপাড় ফেলে দিলেন খোদ অভিষেক
আরও পড়ুন: দিঘার হোটেলে ছোট-ছোট ছেলেদের সঙ্গে…ক্যারাটে প্রশিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! তোলপাড়
প্রসঙ্গত, একই দিন, একই সময়ে যেভাবে একই ব্র্যান্ডের দু’টি শোরুমে ডাকাত দল হামলা চালিয়েছে, তাতে করে চিন্তা বেড়েছে স্বর্ণ ব্যবসায়ীদের রীতিমতো আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে ডাকাত দলের সদস্যরা। দুটি আলাদা জায়গায় একসঙ্গে এভাবে ডাকাতির ঘটনা পরিকল্পনামাফিক হয়েছে বলেই অনুমান গোয়েন্দাদের। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্গাপুরে নামী একটি ব্র্যান্ডের গয়নার শোরুম খোলা হয়েছে। তবে ঘটনার পর থেকে স্বর্ণ ব্যবসায়ীরা শোরুমগুলির নিরাপত্তার দিকে বিশেষ ভাবে নজর দিতে শুরু করেছেন। যে পরামর্শ দিয়েছেন অভিনেত্রী নিজেও।
নয়ন ঘোষ





