TRENDING:

West Bardhaman News- জীব সেবার মধ্যে দিয়ে শিব সেবা করল শিব মন্দিরের সেবা কমিটি

Last Updated:

সাধারণ মানুষ ও দুঃস্থদের সাহায্য করতে শিবরাত্রির আগের দিন এগিয়ে এলেন মন্দির কমিটির সদস্যরা। বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল মন্দির কমিটির তরফ থেকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান- রাত পেরোলেই মহা শিবরাত্রি। শিব আরাধনায় মেতে উঠবেন সারা রাজ্যের মানুষ। বিভিন্ন দিকে ইতিমধ্যেই শুরু হয়েছে পুজোপাঠ, হোম যজ্ঞ। আগামীকাল জেলার বিভিন্ন শিবমন্দিরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় ভক্তদের ভোগ প্রসাদ খাওয়ানো হবে। কিন্তু সেবার মধ্যে দিয়ে পূণ্য অর্জন করতে চান পানাগড় চবোরেশ্বর শিব মন্দিরের সেবা সমিতির কর্মকর্তারা। কারণ কথাতেই আছে 'জীব সেবাই, শিব সেবা'। সেজন্যই সাধারণ মানুষ ও দুঃস্থদের সাহায্য করতে শিবরাত্রির আগের দিন এগিয়ে এলেন মন্দির কমিটির সদস্যরা (West Bardhaman News)। বিনামূল্যে স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয়েছিল মন্দির কমিটির তরফ থেকে।
সেবা কমিটির উদ্যোগে আয়োজিত বিনামূল্যের স্বাস্থ্য শিবির।
সেবা কমিটির উদ্যোগে আয়োজিত বিনামূল্যের স্বাস্থ্য শিবির।
advertisement

পানাগড় গ্রাম মোড়ে অবস্থিত পানাগড় চোবরেশ্বর শিব মন্দির সেবা সমিতির উদ্যোগে পানাগড় গ্রাম মোড়ের ন্যাড়া শিব তলায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে এদিন। এদিন স্বাস্থ্য পরীক্ষা শিবিরের সূচনা করেন এলাকার বিশিষ্ট জনেরা। বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে শতাধিক মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এছাড়াও প্রেশার, সুগার সহ অন্যান্য নানান রোগের পরীক্ষা করা হয় বিনামূল্যে (West Bardhaman News)। স্থানীয় বাসিন্দা জগন্নাথ বরু জানিয়েছেন, মন্দির কমিটির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার জন্য তাদের সাধুবাদ জানিয়েছেন তিনি। এলাকায় বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হওয়ার জন্য এলাকার অসহায় দরিদ্র মানুষদের অনেক সুবিধা হবে বলে দাবি করেছেন তিনি।

advertisement

মন্দির কমিটির সদস্য দিলীপ কুমার পাঁজা জানিয়েছেন, মহা শিবরাত্রি উপলক্ষ্যে মন্দির কমিটি থেকে সোমবার থেকে আগামী তিন দিন ধরে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে সোমবার এলাকার মানুষের সুবিধার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আরও নানান সেবা মূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে (West Bardhaman News)। আগামীকাল শিবরাত্রি উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছে। ভক্তদের সুবিধার জন্য একাধিক ব্যবস্থা রয়েছে। বহু প্রাচীন এই মন্দির কমিটির সদস্যরা প্রায় প্রতিবছরই সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেন। শিব সেবার জন্য তারা বেছে নেন শিবরাত্রির মতো গুরুত্বপূর্ণ তিথিকে।

advertisement

View More

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News- জীব সেবার মধ্যে দিয়ে শিব সেবা করল শিব মন্দিরের সেবা কমিটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল