অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজ । Ayodhya Ram Mandir Inauguration LIVE
সৌমিক গোলদার উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা এলাকার বাসিন্দা। তারই বন্ধু রাকেশ মন্ডল। গত কয়েক বছর আগে দুর্ঘটনায় সৌমিক গোলদারের একটি পা বাদ গিয়েছে। কিন্তু হারাননি মনের জোর। সেই মনের জোরকে সঙ্গী করে তিনি বন্ধুর সঙ্গে সাইকেলে বেরিয়ে পড়েছেন।
advertisement
আরও পড়ুন: সংক্রান্তির ভোরে সাগরে ডুব দিতে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের! কিন্তু কেন শুভ ‘এই’ স্নান? জানুন
পাড়ি দিতে হবে অনেকটা পথ। গত ৯ জানুয়ারি বাড়ি ছেড়েছেন তিনি। এগিয়ে চলেছেন অযোধ্যার উদ্দেশ্যে। ইতিমধ্যেই অনেকখানি পথ তাঁরা অতিক্রম করে ফেলেছেন। বাংলার সীমান্ত ছাড়িয়ে তিনি পৌঁছে গিয়েছেন পড়শী রাজ্য ঝাড়খন্ডে।
গতরাতে তারা এসে পৌঁছেছিলেন বাংলা ঝাড়খন্ড সীমান্তের লেফট ব্যাংক কলোনি এলাকায়। সেখানেই একটি আশ্রমে তাদের রাত্রি বাসের ব্যবস্থা করা হয়। এলাকায় এলে তাদের ফুলের মালা পরিয়ে সম্বর্ধনাও জানানো হয়।
আরও পড়ুন: একটা ধূপ, সব শেষ, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! সর্বস্বান্ত হয়ে গেলেন ব্যক্তি
সকাল সকাল তারা ফের বেরিয়ে পড়েছেন নিজেদের গন্তব্যের দিকে। কারণ এখনও অনেকটা পথ পার হতে হবে। পার হতে হবে তিনটি রাজ্য। হাতেও খুব বেশি সময় নেই। আগামী ২০ জানুয়ারির মধ্যে তাঁরা অযোধ্যায় পৌঁছতে চান। সেই তারিখ মাথায় রেখেই তারা এগিয়ে চলেছেন নিরন্তর। সৌমিক বাবুর ভরসা একটি পা আর সাইকেল। সঙ্গে রয়েছেন বন্ধু রাকেশ।
দুই বন্ধু বলছেন, অনেক আশা নিয়ে তারা রাস্তায় বেরিয়ে ছিলেন। তবে রাস্তাঘাটে সমস্ত মানুষজনের সাহায্য পাচ্ছেন। বিভিন্ন জায়গায় মানুষজন তাঁদের উৎসাহ জোগাছেন। তাঁদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।
তাঁরা চাইছেন, আগামী যে কদিন বাকি রয়েছে, যে রাস্তা বাকি রয়েছে, সেখানেও মানুষের সহযোগিতা পাবেন। সৌমিক বাবু বলছেন, এক পায়ে সাইকেল চালাতে কষ্ট হচ্ছে। ফ্লাইওভার পার হতে গিয়ে ধকল সহ্য করতে হচ্ছে ভালই। টানা সাইকেল চালিয়ে পা ফুলে উঠেছে।
নয়ন ঘোষ