Gangasagar Mela 2024: সংক্রান্তির ভোরে সাগরে ডুব দিতে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের! কিন্তু কেন শুভ 'এই' স্নান? জানুন
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Gangasagar Mela 2024: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছে মাহেন্দ্রক্ষণ, মকর সংক্রান্তির পুণ্যতিথি। যে সময়ে সাগরে ডুব দিলে জীবন পুণ্য অর্জন হয় এই বিশ্বাসে বহু মানুষ প্রতি বছর ভিড় জমান গঙ্গাসাগরে। এবছরেও তার ব্যতিক্রম নয়।
গঙ্গাসাগর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এসেছে মাহেন্দ্রক্ষণ, মকর সংক্রান্তির পুণ্যতিথি। যে সময়ে সাগরে ডুব দিলে জীবন পুণ্য অর্জন হয় এই বিশ্বাসে বহু মানুষ প্রতি বছর ভিড় জমান গঙ্গাসাগরে। এবছর সেই মাহেন্দ্রক্ষণ পড়েছিল রাত ১২ টা ১৩ মিনিটে। আর সেই সময় সাগরে ডুব দিয়ে পুণ্যঅর্জন করতে সাগর পাড়ে ভিড় জমিয়েছিল লাখ লাখ পুণ্যার্থীর।
তবে সেসময় জোয়ার থাকায় পুণ্যার্থীদের জলে না নামার অনুরোধ করা হয় প্রশাসনের পক্ষ থেকে। অগত্যা বাধ্য হয়ে সকলে অপেক্ষা করতে হয় ভাটার জন্য, ভোর ৩ টের পর সকলে জল নামতে থাকেন ধীরে, ধীরে।
advertisement
advertisement
পুণ্যার্থীদের মধ্যে সেসময় দেখা যায় বাঁধ ভাঙা উচ্ছাস। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে, পুণ্যলাভের আশায় জলে নেমে স্নান করতে শুরু করেন আট থেকে আশি সকলেই। সাগরে শীত যে কম ছিল তা কিন্তু একেবারেই নয়। তবে কেবল স্নান নয়, রাতে অনেকেই খোলা আকাশের নীচে কাটিয়েছেন।
advertisement
এ নিয়ে বৃন্দাবনধাম থেকে আসা মহারাজ স্বামী নিত্যান্দরাজ জানিয়েছেন, “স্নান তিনরকম সত্যগুণী স্নান, রজগুণী স্নান ও তমগুণী স্নান। এরমধ্যে সব থেকে উত্তম হল সত্যগুনি স্নান, যা ভোররাতেই করতে হয়। আর সেজন্যই হয়ত পূণ্যার্থীদের মধ্যে এই উচ্ছ্বাস দেখা গিয়েছে।”
নবাব মল্লিক
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2024 9:50 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Gangasagar Mela 2024: সংক্রান্তির ভোরে সাগরে ডুব দিতে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের! কিন্তু কেন শুভ 'এই' স্নান? জানুন